Rain Forecast in Several districts of West Bengal Tomorrow Weather Update

অনেক হল বৃষ্টি, এবছর কবে থেকে শুরু শীত? দেখে নিন আগামীকালের আবহাওয়া

পার্থ মান্নাঃ দানার ভয়াবহ রূপ ওড়িশায় প্রবেশের পর ক্রমশ দুর্বল হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গেও বদলাতে শুরু করেছে আবহাওয়া। ক্যালেন্ডারের পাতা অনুযায়ী হালকা শীত পরে যাওয়ার কথা থাকলেও বিগত কিছুদিন বর্ষাকালের থেকে কম কিছু ছিল না। যদিও গতকাল থেকে পরিস্থিতি কিছুটা শুধরেচে তবে এখনও বৃষ্টির হাত থেকে মুক্তি নেই। এমনটাই জানালো আবহাওয়া দফতর, আগামীকাল অর্থাৎ সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। কোথায় কোথায়? চলুন দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়ার খবর।

আগামীকালের আবহাওয়া

শেষ প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে  কলকাতা ও তার পার্শ্বর্তী এলাকায় আগমীকাল আকাশ আংশিক মেঘলা থাকবে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত কালীপুজো অবধি আবহাওয়া এমনটাই থাকবে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া

কাল সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানা যাচ্ছে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আর কোনো জেলায় আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি।

উত্তরবঙ্গের আবহাওয়া

দানার জেরে দক্ষিণবঙ্গ তোলপাড় হলেও উত্তরের আবহাওয়া অনেকটাই ভালো রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি থেকে কালিম্পঙ ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হয়েছে ঠিকই তবে সেটা হালকা থেকে মাঝারি পরিমাণে । আর আগামীকালও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলা যেতেই পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির হওয়ার সম্ভাবনা থাকছে।

কবে পড়বে শীত?

কিছুদিন আগেই দানা ঘূর্ণিঝড়ের জেরে ব্যাপক বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইছিল। যার জেরে আবহাওয়া যেমন বদলে ছিল তেমনি গায়ে চাপা দেওয়ার মত ঠান্ডা পরিবেশ তৈরী হয়েছিল। তাই অনেকেই ভাবছেন কবে থেকে শীত পড়বে বাংলায়? আবহাওয়া দফতরের মতে দীপাবলি থেকেই ধীরে ধীরে উষ্ণতা কমতে শুরু হতে পারে। তবে শীত পড়তে পড়তে এবছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X