পার্থ মান্নাঃ ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব শেষ হতেই স্বাভাবিক ছন্দে ফিরছিল বাংলার আবহাওয়া। একদিকে ‘দানা’ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে অন্যদিকে দক্ষিণের একাধিক জেলার আবহাওয়া পরিস্থিতির উন্নতি হচ্ছিল। কিন্তু কালীপুজোর আগেই ফের দুর্যোগের আশঙ্কা! তবে কি আবার বৃষ্টি নামবে ঝমঝমিয়ে? কালীপুজো থেকে ভাইফোঁটার দিনেও কি বৃষ্টিতে ভিজবে বাংলা? চলুন দেখে নেওয়া যাক কি বলছে আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়া
আজ অর্থাৎ সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসে কলকাতার আবহাওয়া সকালের দিকে শুষ্ক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে হালকা মেঘাচ্ছন্ন হয়েছে। তবে সেভাবে কোথাও বৃষ্টি হতে দেখা যায়নি। এদিকে হাওয়া অফিস বলছে আগামীকালও কলকাতার আবহাওয়া শুষ্কই থাকবে। তবে বেলা বাড়ার সাথে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রির আশেপাশেই থাকবে।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
শেষ প্রকাশিত আবহাওয়ার বুলেটিন থেকে জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে আদ্রতা জনিত কারণে অস্বস্তি হতে পারে।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের বিগত কিছুদিন ব্যাপক পরিমাণে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্কই ছিল। তাই আগামীকাল খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে মালদা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
কালীপূজার দিনে বৃষ্টির সম্ভাবনা!
আর মাত্র দুদিনের অপেক্ষা, তারপরেই কালীপুজো উৎযাপন হবে বাংলায়। এদিন অনেকেই ঠাকুর দেখার জন্য বেরোনোর প্ল্যান বানিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। কিন্তু মুশকিল হল আবহাওয়ার মুড্ সুইংয়ের জেরে কি হবে সেটা নিয়ে অনেকেই বেশ চিন্তিত। তাদের উদ্দেশ্যে মৌসম ভবন জানাচ্ছে, কালীপুজোর দিনে কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও পুরুলিয়া জেলায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে খুব একটা ভারী বৃষ্টি হবে না বলেই জানানো হয়েছে।