১০ বছর পর একসঙ্গে কামব্যাক করছেন দেব-শুভশ্রী? ‘বড় আপডেট’ প্রকাশ্যে আনলেন রাজ চক্রবর্তী

নিউজশর্ট ডেস্কঃ টলিউড(Tollywood) ইন্ডাস্ট্রিতে গুটি কয়েক জুটিকে ভীষণভাবে পছন্দ করে দর্শকেরা। সেই তালিকায় প্রথমে রয়েছে উত্তম কুমার- সুচিত্রা সেন, এরপর প্রসেনজিৎ-ঋতুপর্ণা আর জিৎ-কোয়েল। তবে আরেকটি জুটিরও জনপ্রিয়তা ছিল প্রচুর। একসময় বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজও করেছেন দুজনে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কথা হচ্ছে দেব(Dev) এবং শুভশ্রী গাঙ্গুলীকে(Shubhashree Ganuly) নিয়ে।

আজ থেকে প্রায় দশ বছর আগে একসঙ্গে বেশ কিছু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। তবে তাদের প্রেম ভেঙে যাওয়ার পর আর একসঙ্গে সিনেমার পর্দায় দেখা যায়নি তাদের। ২০১৩ সালের পর তাদের আর কোনো সিনেমা একসঙ্গে মুক্তি পায়নি। তবে দর্শকেরা এই জুটিকে একসঙ্গে কামব্যাক করার জন্য অপেক্ষায় রয়েছেন বহু বছর ধরে। যদিও কৌশিক গাঙ্গুলীর ‘ধুমকেতু’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা কিন্তু সেই ছবি আজও মুক্তি পাইনি।

২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যায় দেব এবং শুভশ্রীকে। রাজ চক্রবর্তীর পরিচালনায় এই ছবি সুপার ডুপার হিট হয়। এরপর তারা একসঙ্গে পরান যায় জ্বলিয়া রে, রোমিও, খোকাবাবু  সিনেমায় কাজ করেছেন। যদিও দেব এবং শুভশ্রীর সম্পর্ক ভেঙে যাওয়ার পর তারা বর্তমানে নিজেরা নিজেদের জীবন নিয়ে বেশ ব্যস্ত। পরিচালক রাজ চক্রবর্তীর ঘরণী শুভশ্রী আর অন্যদিকে দেবের প্রিয়তমা হয়ে উঠেছেন রুক্মিণী।

তবে এবার ঘটেছে অন্য ব্যাপার। সম্প্রতি এক সাংবাদিক আচমকাই রাজ চক্রবর্তীকে প্রশ্ন করেন তিনি দেব এবং শুভশ্রীকে আবার পর্দায় ফেরানোর পরিকল্পনা শুরু করেছেন কিনা? যার উত্তরে পরিচালক বলেন, ‘আগামী ১১ তারিখ রিলিজ করছে আবার প্রলয়। আমি সেটার উপরেই এখন ফোকাস করছি আগামী দিনে কি করবো সেটা আগামী দিনে দেখা যাবে।’ অর্থাৎ তিনি কিন্তু দেব এবং শুভশ্রীর একসঙ্গে ছবি করার প্রসঙ্গ পুরোপুরি উড়িয়ে দেয়নি।

Avatar

Papiya Paul

X