দশমীর পরেই বিরাট সুখবর, একেবারে ধামাকাদার সিরিয়াল নিয়ে আসছেন রাজ চক্রবর্তী!

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়ালের(Bengali Serial) ভাগ্য এখন পুরোটাই নির্ভর করে টার্গেট রেটিং পয়েন্টের(TRP) ওপর। যেই ধারাবাহিক টিআরপি লিস্টে ভালো জায়গা করতে পারে না সেই ধারাবাহিককে শেষ করে দিতে বাধ্য হওয়ার নির্মাতারা। কিংবা স্লট বদল করে টিআরপি তোলার চেষ্টা করা হয়। এবার শোনা যাচ্ছে জি বাংলার পর্দায় আসতে চলেছে আরেকটি নতুন সিরিয়াল।

আর এই নতুন ধারাবাহিক আনতে চলেছেন পরিচালক এবং প্রযোজক রাজ চক্রবর্তী(Raj Chakraborty)। টলিউডের একজন জনপ্রিয় পরিচালক তিনি। এর পাশাপাশি টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর স্বামী হিসেবেও তার একটা আলাদা পরিচিতি রয়েছে। চিরদিনই তুমি যে আমার, প্রেম আমার, বোঝেনা সে বোঝেনা থেকে হালফিলের পরিণীতা একাধিক ছবিতে পরিচালকের ভূমিকায় দর্শকদের মন জিতেছেন তিনি।

এছাড়া একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়াল প্রযোজনার দায়িত্ব রয়েছে রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউজ। এবার শোনা যাচ্ছে একটু নতুন ধরনের ধারাবাহিক নিয়ে আসতে চলেছেন তিনি। এই মুহূর্তে জি বাংলা এবং স্টার জলসা একাধিক ধারাবাহিক শেষের পথে। বেশ কিছু সিরিয়াল টিআরপি তালিকায় ভালো জায়গা করতে পারছে না। তাই এবার সেই সিরিয়ালগুলোর বদলে নতুন ধারাবাহিক নিয়ে আসতে চলেছেন নির্মাতারা।

তবে এই নতুন ধারাবাহিক সম্পর্কে কোন তথ্য এখনো সঠিকভাবে পাওয়া যায়নি। রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউজ এর আগে স্টার জলসায় গোধূলি আলাপ ধারাবাহিক সম্প্রচারিত হয়েছে। এই ধারাবাহিকে কৌশিক সেন এবং নবাগতা অভিনেত্রী সোমু সরকারের অসম বয়সি প্রেমের গল্প বেশ মন জয় করেছিল দর্শকদের। টিআরপি তালিকায় খুব একটা ভালো রেজাল্ট না করলেও এই ধারাবাহিকের আলাদাই একটা ফ্র্যানবেস ছিল।

Papiya Paul

X