সত্তরের দশকে একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে প্রথম ‘সুপারস্টার’র তকমা ছিনিয়ে নিয়েছিলেন তিনি। হিন্দি বিনোদন জগতের এক অমূল্য রত্ন বললেও কম বলা হয় তাঁকে। প্রতিভার সামনে যে কোনো বাধাই বাধা নয় তা তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন। কেরিয়ারে যতটাই সুনাম কুড়িয়েছেন ততটাই পাল্লা দিয়ে বেড়েছে তার ব্যক্তিগত জীবনের বিতর্ক।
জনপ্রিয় অভিনেত্রী ডিম্পল কপাডিয়াকে (Dimple Kapadia) বিয়ে করেন তিনি। যদিও সেই সময় তাদের মধ্যে বয়সের ব্যবধান ছিলো অনেক, তবুও সেসবের তোয়াক্কা না করেই বিবাহবন্ধনে (Marriage) আবদ্ধ হয়েছিলেন দুজনে। ১৬ বছর বয়সী ডিম্পল বিয়ে করেন ৩২ বছর বয়সী রাজেশ খান্নাকে (Rajesh Khanna)। যদিও এই বিয়ের মেয়াদ খুব বেশিদিন ছিলনা।
তবে তাদের বিয়ের সম্পর্ক টেকেনি ঠিকই কিন্তু প্রেমের গল্প ছিল দারুণ ইন্টারেস্টিং। প্রকাশ করেছিলেন যে কীভাবে তিনি ফ্লাইটে যাওয়ার সময় সুপারস্টার রাজেশ খান্নাকে প্রস্তাব করেছিলেন। আসলে এই অভিনেতার বিরাট বিরাট বড় ভক্ত ছিলেন অভিনেত্রী। তার এক ঝলক দেখা পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন।
হয়ত কখনো স্বপ্নেও ভাবেননি যে, ভাগ্য তাকে এই সুপারস্টারের স্ত্রী করে তুলবে। মাত্র ১৫ বছর বয়সে তার কাছে ‘ববি’ ছবির অফার আসে। ছবিতে ঋষি কাপুরের সাথে জুটি বেঁধেছিলেন তিনি। মিডিয়ার রিপোর্ট, সেই সময় তাদের ঘনিষ্ঠতাও বাড়ে খানিকটা। তবে রাজেশ ডিম্পলকে এতোটাই পছন্দ করে ফেলেছিলেন যে, দেরি না করে তড়িঘড়ি বিয়ের প্রস্তাব দেন ডিম্পলকে।
বিয়ের পরপরই ইন্ডাস্ট্রি থেকে দূরত্ব বাড়িয়ে নেন ডিম্পল। আসলেই রাজেশ চাননি ডিম্পল আর চলচ্চিত্রে কাজ করুক, তাই ডিম্পলও ইন্ডাস্ট্রিকে বিদায় জানান। কিন্তু কিছুদিন সুখে থাকার পর ঝগড়া শুরু হয় দুজনের মধ্যে। শোনা যায় বিয়ের মাত্র ৯ বছরের মাথায় আলাদা হয়ে যান এই দুই তারকা। দুই মেয়েকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন ডিম্পল।
এর মধ্যেই নতুন করে শুরু করেন নিজের কেরিয়ার। এক বছর পর ১৯৮৫ সালে সাগর ছবির হাত ধরে বড়ো পর্দায় হাজির হন তিনি। ডিম্পলের ক্যারিশমা বজায় থাকে এই ছবিতেও। আবারও একবার বক্স অফিসে আগুন ধরায় ঋষি-ডিম্পলের জুটি। ছবিতে ডিম্পলের বোল্ড অবতারে মিডিয়া লাইমলাইটে নিয়ে আসে তাকে। এদিকে ডিভোর্স প্রসঙ্গে অভিনেত্রীর বলেন, ‘রাজেশ খান্নার চিন্তাভাবনা একেবারেই আলাদা। সুপারস্টারকে বিয়ে করার পর বুঝলাম আমাদের চিন্তাভাবনা একেবারেই আলাদা বা এটাও বলা যায় যে ব্যাপারটা আমি বুঝতেই পারিনি।’