একটা সময় বলিউডের (Bollywood) সেরা জুটির তকমা পেয়েছিলেন রাজেশ খান্না (Rajesh Khanna) এবং শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। এই দুই তারকার রসায়ন মনে ধরেছিল দর্শকদের। তাঁরা সিনেপ্রেমীদের উপহার দিয়েছিলেন একগুচ্ছ হিট ছবি। তবে হঠাৎ করেই আলাদা হয়ে গেছিলেন তাঁরা। বলিপাড়ায় নানা গুঞ্জন উঠলেও এই বিষয় নিয়ে কখনই মুখ খোলেলনি দুই তারকা। অবশেষে জানা গেল আসল সত্যটা।
সত্যজিৎ রায়ের হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন বলিউড সুপারস্টার সইফ আলী খানের মা শর্মিলা ঠাকুর। টলিউড, বলিউড সর্বত্রই চলেছে তাঁর ক্যারিশমা। ১৯৭৫ সালে তাঁকে প্রথম দেখা গেছিল ‘মৌসম’ চলচ্চিত্রে। এরপর আর পেছন ফিরে তাঁকাতে হয়নি এই অভিনেত্রীকে।
নায়িকা হিসেবে বহু অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তবে দর্শক মহলে সবচেয়ে চর্চিত জুটি ছিল রাজেশ-শর্মিলা। ১৯৬৯ সালে ‘আরাধনা’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গেছিল তাঁদের। বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। এরপর তাঁদের একসঙ্গে দেখা গেছে ‘অমর প্রেম’, ‘সফর’ সহ আরও বেশ কয়েকটি ছবিতে।
তবে একটা সময় রাজেশ খান্নার বিপরীতে কাজ করতেই চাইতেন না শর্মিলা ঠাকুর। দীর্ঘ বছর পর অভিনেতার কুকর্ম প্রকাশ্যে আনলেন জনপ্রিয় এই অভিনেত্রী। ‘রাজেশ খান্নাঃ এক তনহা সিতারা’য় এই বিষয় নিয়ে মুখ খোলেন তিনি। বললেন, ‘৯ টায় শুটিং-এর সময় দেওয়া হলে ১২ টায় আসতেন তিনি। এরপর অনেক রাত পর্যন্ত্য চলত কাজ। ইউনিটের সকলেই পরে যেতেন সমস্যায়। এমনকি আমাকে বাড়তি কাজ করার জন্যও জোর করতেন’।
এমনকি রাজেশ খান্না নাকি খুব বেশিদিন এক নায়িকার সঙ্গে কাজ করতে চাইতেন না। আর সে কারণেই জনপ্রিয় জুটি তকমা পেলেও খুব একটা বেশি সিনেমায় একসঙ্গে কাজ করেননি তারা। এমনটাও জানিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, মাঝখানে একটা লম্বা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। আবারও তিনি ফিরেছেন অভিনয় জগতে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘গুলমোহর’ ছবিতে।