নিউজ শর্ট ডেস্ক: দীর্ঘ ৫০০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরে ফিরেছেন রামলালা (Ram Lalla)। গতকাল ২২জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) নবনির্মিত রাম মন্দিরে (Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরে আসায় উৎসবে মাতোয়ারা গোটা দেশ। রাম মন্দিরের এই মূর্তিটিতে ভগবান শ্রী রামের ৫ বছরের শিশু রূপকে তুলে ধরা হয়েছে।
ইতিমধ্যেই রামলালার সেই বাল্য রূপ দেখে মোহিত হয়ে গিয়েছেন আপামর ভারতবাসী। তাঁর চোখের সম্মোহনী দৃষ্টি দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে এসেছে সকলেরই। রামলালার এই কৃষ্ণ বর্ণের মূর্তিটি কিভাবে তৈরি হয়েছে? তা জানতে এখন উৎসাহী সকলেই। জানা যাচ্ছে ৫১ ইঞ্চির এই মূর্তিটির ওজন প্রায় ২০০ কেজি। যা তৈরি করেছেন কর্নাটকের বিখ্যাত শিল্পী অরুণ যোগীরাজ।
জানলে অবাক হবেন অন্য কোন পাথর নয় একটাই পাথর দিয়ে তৈরি হয়েছে এই রামলালার মূর্তি। তবে রামমূর্তি নির্মাণের জন্য প্রথমে শালগ্রাম শিলা আনা হলেও পরে মূর্তিটি তৈরি করা হয়েছে এক ধরনের বিশেষ কালো গ্রানাইট পাথর (Granite Stone) দিয়ে। এই পাথরটি মাইসুরু জেলার জয়াপুরা হবলি গ্রাম থেকে সংগ্রহ করা হয়েছিল। এখানে নাকি অত্যন্ত উন্নতমানের গ্রানাইট পাথর পাওয়া যায়।
এই গ্রানাইট পাথরটির বিশেষত্ব হলো এটি আড়াইশো কোটি বছরের পুরনো। বেঙ্গালুরুর ন্যাশনাল ইন্সটিটিউট অব রক মেকানিক্সের ডিরেক্টর এইচএস ভেঙ্কটেশও নিশ্চিত করে জানিয়েছেনএই পাথরটির বয়স ২৫০ কোটি বছর (250 Crore Year)। ফিজিকো-মেকানিক্য়াল অ্যানালাইসিস করে এই পাথরের বয়স পরীক্ষা করা হয়েছে। ডঃ ভেঙ্কটেশ বলেছেন, ‘এই পাথর অভঙ্গুর এবং জলবায়ু পরিবর্তনেও এর প্রভাব পড়বে না। ন্যূনতম রক্ষণাবেক্ষণ করলেই এই পাথর হাজার বছর অক্ষত থাকবে।’
আরও পড়ুন: রামলালা নয়, জানেন কি এই রাজপ্রাসাদে রাজা হিসাবে পূজিত হন প্রভু শ্রী রাম!
রামলালার এই সুন্দর মূর্তিতে বিষ্ণুর ১০ টি অবতার – মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি দেখা যায়। মাইসুরুর শিল্পী অরুণ যোগীরাজ প্রায় চার মাস ধরে এই মূর্তিটি নির্মাণ করেছেন।পাঁচ প্রজন্ম ধরে তাঁরা এই স্থাপত্য শিল্পের সঙ্গে যুক্ত। দিল্লির ইন্ডিয়া গেটের কাছেই যে ৩০ ফুটের নেতাজী সুভাষ চন্দ্র বসুর গ্রানাইটের মূর্তিটি বসানো হয়েছে সেটিও এই ৩৮ বছর বয়সি শিল্পীর হাতে তৈরী।