Koushik Dutta

শুরু হয়ে গেল রাম মন্দির নির্মাণের কাজ, লোহা ছাড়াই তৈরি হবে মন্দিরের গঠন!

শুরু হয়ে গেল অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ। দক্ষ বিজ্ঞানীদের সাহায্যে চলছে মাটি পরীক্ষার কাজ। আগামী ৩৬-৪০ মাসের মধ্যে মন্দির তৈরির কাজ সমাপ্ত হবে বলে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে। গোটা মন্দিরে ব্যবহার করা হবে না লোহার কোনও বস্তু। ভূমিকম্প কিংবা ঝড়জলেও ক্ষতি হবে না মন্দিরের। ভারতীয় সংস্কৃতির গঠন রীতি মেনে তৈরি হবে এই মন্দির।