Patanjali

anita

Patanjali: মার্কেট শেষ রামদেবের, নিষিদ্ধ হল এই ১৪ টি প্রোডাক্ট, লিস্ট দেখলে চমকে যাবেন

নিউজ শর্ট ডেস্ক: আবার বিপাকে রামদেবের (Ramdev) সংস্থা পতঞ্জলি (Patanjali)। সুপ্রিম কোর্টের তিরস্কারের পর এবার উত্তরাখণ্ড সরকারের কাছেও মুখ থুবড়ে পড়লো পতঞ্জলি। এদিন উত্তরাখণ্ড ড্রাগ কন্ট্রোল বিভাগের লাইসেন্সিং কর্তৃপক্ষ পতঞ্জলির দিব্য ফার্মেসি (Divya Pharmecy) কোম্পানির মোট ১৪টি প্রোডাক্ট নিষিদ্ধ করেছে।

   

জানা যাচ্ছে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় যোগগুরু রামদেবের দিব্য ফার্মেসির এই সমস্ত পণ্য নিষিদ্ধ করা হয়েছে। দিব্য ফার্মেসির যে সমস্ত পণ্য নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে, শ্বাসারি গোল্ড, শ্বাসারী ভাটি, দিব্য ব্রঙ্কম, শ্বাসারি প্রবাহী, শ্বাসারি আভালেহ, মুক্ত ভাটি এক্সট্রা পাওয়ার, লিপিডম, বিপি গ্রিট, মধুগ্রিত, মধুনাশিনী ভাটি এক্সট্রা পাওয়ার, লিভামৃত অ্যাডভান্স, লিভোগ্রিট গোল্ড, এবং পতঞ্জলি দৃষ্টি আই ড্রপ।

উত্তরাখণ্ড ড্রাগ কন্ট্রোল বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিব্য ফার্মেসির পণ্যের কার্যকারিতা সম্পর্কে বারবার বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার জন্য এবার তার লাইসেন্স বাতিল করা হচ্ছে। ইতিপূর্বে সুপ্রিম কোর্টও পতঞ্জলি আয়ুর্বেদকে তার কিছু পণ্যের বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ অমান্য করার জন্য তিরস্কার করেছে।

পতঞ্জলি,Patanjali,রামদেব,Ramdev,দিব্য ফার্মেসি,Divya Pharmecy,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে আদালতে অবমাননার অভিযোগ দায়ের করা করা উচিত হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে মঙ্গলবার (৩০ এপ্রিল) শীর্ষ আদালতে পতঞ্জলির মামলার শুনানি হবে।

আরও পড়ুন: লটারিতে ১ কোটি জিতলে সব কেটেছেঁটে হাতে কত পাবেন? রইল হিসেব

প্রসঙ্গত সোমবার, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ আরভি অশোকন বলেছিলেন করোনা মহামারির সময়েই নিজের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছিলেন বাবা রামদেব।

পতঞ্জলি,Patanjali,রামদেব,Ramdev,দিব্য ফার্মেসি,Divya Pharmecy,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কারণ সেসময় তিনি করোনিলের মাধ্যমে কোভিড ১৯ নিরাময়ের দাবি করে, আধুনিক ওষুধকে বোকা এবং দেউলিয়া বিজ্ঞান বলে অভিহিত করেছিলেন। আর সেই কারণেই তাকে আদালতে টেনে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।