AC

Papiya Paul

AC: ১ ঘন্টা AC চালালে কত আসবে ইলেকট্রিক বিল? এই হিসেব জানা থাকলে খরচ অনেক বাঁচবে

নিউজশর্ট ডেস্কঃ গরমের হাত থেকে বাঁচার জন্য বর্তমান সময়ে প্রায় প্রত্যেকটি বাড়িতেই এসি(AC) বসাতে বাধ্য হচ্ছে মানুষজন। অনেকেই বিদ্যুৎ বিলের ভয়ে এসি চাইলেও কিনতে পারছেন না। আবার যাদের ঘরে এসি আছে তারাও এখন ইলেকট্রিক বিল যাতে কম আসে তাই জন্য এসি চালালেও খুব তাড়াতাড়ি তা বন্ধ করে দেয়। অনেকেই প্রত্যেক মাসে এসে চালিয়ে কত খরচ হতে পারে সে সম্পর্কে আন্দাজ করতে পারেন না।

   

তাই আপনাদের সুবিধার্থে আজকের এই প্রতিবেদনে এক ঘন্টা এসি চালালে কত বিদ্যুৎ খরচ হতে পারে সে সম্পর্কে তথ্য শেয়ার করবো। আর এসির বিলের হিসাব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়েও তথ্য জানাবো। এই এসির জন্য আপনার বিদ্যুৎ বিল কত আসবে সেটি পুরোটাই নির্ভর করে আপনি প্রত্যেক মাসে কত দিন এসি চালান এবং আপনার এসি কি ধরনের? তার ক্ষমতা এবং গতি কত?

সাধারণত এসি ২৪ ঘন্টায় এক হাজার থেকে তিন হাজার ইউনিট বিদ্যুৎ খরচ করে। এক টন এসি মানে ১০০০ ওয়াট এবং দেড় টন এসি মানে দেড় হাজার ওয়াট অর্থাৎ এক টন এসি থেকে এক হাজার ওয়াট বিদ্যুৎ খরচ করবে এবং দেড় টন এসি থেকে দেড় হাজার ওয়াট বিদ্যুৎ খরচ করবে। এবার আপনার যদি ফাইভ স্টার রেটিং এসি হয়ে থাকে তাহলে এক ঘন্টায় এক হাজার ওয়াট অর্থাৎ এক ইউনিট বিদ্যুৎ খরচ করবে।

আরও পড়ুন: Portable AC: ইন্সটলের খরচ বাঁচবে, কমবে বিদ্যুতের বিল! মার্কেটে এল দারুণ পোর্টেবল এসি, মিলবে ঠান্ডা ফিলিং

যদি আপনার ফাইভ স্টার রেটিংসহ একটি দেড় টন স্প্লিট এসি হয়, তাহলে ৮ ঘন্টা ব্যবহার করলে প্রত্যেক মাসে প্রায় ৩৫০ ইউনিট বিদ্যুৎ খরচ করে। অর্থাৎ ১ ইউনিটের দাম যদি ৭ টাকা হয়, তাহলে প্রত্যেক মাসে আপনার এসি থেকে বিদ্যুৎ খরচ প্রায় ২৫০০ টাকা পর্যন্ত হবে। এক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে এসির তাপমাত্রার ওপরেও বিদ্যুতের বিল নির্ভর করে।

আপনি যদি ১৬ ডিগ্রি তাপমাত্রায় এক ঘন্টা ধরে এসি চালান তাহলে বিদ্যুতের বিল অনেক বেশি আসবে। কিন্তু আপনি যদি সেই জায়গায় ২৩ ডিগ্রি কিংবা ২৬ ডিগ্রি তাপমাত্রায় এসি চালান তাহলে বিদ্যুতের বিল তুলনামূলক কম আসবে। তাই এসি রেটিং তাপমাত্রা এসি পুরনো না নতুন সমস্ত কিছুর উপর নির্ভর করে, সেই অনুযায়ী বিদ্যুতের বিল কম বেশি আসে।