বিনোদন,গসিপ,টলিউড,ধারাবাহিক,মোহর,সোনামনি সাহা,প্রতীক সেন,রানা সরকার,Entertainment,Gossip,Tollywood,Serial,Mohor,Rana Sarkar

Moumita

ছোটো পর্দা থেকে সোজা বড়ো পর্দায়, রানা সরকারের নতুন ছবিতে একসাথে দেখা যাবে মোহর-শঙ্খকে!

গত বছরই শোনা গেছিলো খুব শীঘ্রই বড়ো পর্দায় দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় জুটি মোহর-শঙ্খ ওরফে সোনামনি সাহা এবং প্রতীক সেনকে। মোহোর ধারাবাহিকে দুজনের কেমিস্ট্রি ব্যাপক সাড়া ফেলেছিলো দর্শকমহলে। দুজনের জোড়ি এতোটাই‌ পছন্দ হয় দর্শকদের যে রিয়েল লাইফেও তাদের দুজনকে নিয়ে শুরু হয় গুঞ্জন। যাইহোক, ২০২১ সালে প্রযোজক রানা সরকার একবার দুজনকে একসাথে কাস্ট করার কথা বলেন। সম্প্রতি রথ যাত্রার শুভ লগ্নে সেই গুঞ্জন আরো একটু উসকে দিলেন তিনি।

   

প্রসঙ্গত, ২০২১ সালের একটি অনুষ্ঠানে একসাথে দেখা যায় এই তিনজনকে। ছবির ক্যাপশনে রানা লেখেন, ‘জীবনে কোন নতুন মোড়ে শঙ্খ-মোহর? ধুম তানা না না…সঙ্গে রানা!’ যদিও তখনও মোহর ধারাবাহিকটি পর্দায় নিজের জাদু অব্যহত রেখেছিলো। তবে বর্তমানে শেষ হয়েছে ধারাবাহিকটি। সম্প্রতি জি বাংলায় সম্প্রচারিত ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে সোনামনিকে দেখা যাচ্ছে ‘শ্রীময়ী’ খ্যাত ডিঙ্কা ওরফে সপ্তর্ষি মৌলিকের বিপরীতে। অপরদিকে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে মূখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রতীক।

বিনোদন,গসিপ,টলিউড,ধারাবাহিক,মোহর,সোনামনি সাহা,প্রতীক সেন,রানা সরকার,Entertainment,Gossip,Tollywood,Serial,Mohor,Rana Sarkar

গত শনিবার সোশ্যাল মিডিয়ায় মোট চারটি ছবি শেয়ার করেছেন প্রযোজক রানা। সেখানেই একসাথে বসে খিঁচুড়ি খেতে দেখা যাচ্ছে তাদের। এই প্রসঙ্গে রানা জানিয়েছেন, ছবিটি তার অফিসের রথযাত্রার ছবি। অনুষ্ঠানে সোনামনি উপস্থিত থাকলেও ব্যস্ত শিডিউলের কারণে প্রতীক উপস্থিত থাকতে পারেননি। সেই কারণেই রানা তাদের জন্য খিঁচুড়ি প্রসাদ প্যাক করে পাঠিয়েছিলেন। প্রতীক সরাসরি উপস্থিত থাকতে না পারায় রানা তার থেকে একটা ছবি নিয়ে সেই ছবি কোলাজ করে পোস্ট করেছেন নিজের ওয়ালে। আর ক্যাপশনে লিখেছেন, ‘অনেক সাধাসাধির পর একটা ছবি পাঠিয়েছেন সাহেব।’

সোনা-প্রতীককে নিয়ে কোনো নতুন প্রোজেক্টের কথা ভাবছেন কি না জিজ্ঞেস করা হলে প্রযোজক জানান, ”ওরা দু’জনেই আমার খুব ভাল বন্ধু। ওদের নিয়ে ছবি বানাব বলে ভাবছি। খুব ইচ্ছে রয়েছে। সে সব নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে।” প্রতীক-সোনামণিকে নিয়ে প্রেম বা বন্ধুত্ব নিয়ে যে বিস্তর চর্চা হয় দর্শকমহলে! রানার কথায়, ”ভাল তো, যত চর্চা হবে, তত ওদের ব্র্যান্ডিং হবে।”