রানু মণ্ডলকে বিয়ের প্রস্তাব! বাংলাদেশের পাত্রের সঙ্গে সুখের সংসার রানুর! নেটদুনিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

রানাঘাটের রানু মন্ডল এই নামটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। একটি গানের মাধ্যমে রাতারাতি সেলিব্রেটি হয়ে দেখিয়ে দিয়েছিলেন তিনি। রানাঘাটের স্টেশনে যেখানে ভিক্ষা করতেন, সেই রানাঘাটের সেনসেশন হয়ে গিয়েছিলেন রানু মন্ডল। রাতারাতি ভাইরাল হয়ে যান লতাকণ্ঠী রানু।

এরপরেই বলিউডে গান গাওয়ার সুযোগ পেয়ে যান তিনি। হিমেশ রেশামিয়ার সঙ্গে সিনেমার গানও গেয়ে ফেলেন। রানুর হাতে আসে মোটা অঙ্কের টাকা। বদলে যায় সবকিছুই। কিন্তু সেই সব নিজের কাছে রাখতে পারেননি তিনি। ফের ফিরে গিয়েছেন নিজের ভাঙা বাড়িতে। কোনোমতে চলছে তার সংসার। এখন আর বলিউড থেকে পাননা গান গাওয়ার অফার।

তবে তিনি এখনও ভাইরাল হয়ে চলেছেন সোশ্যাল মিডিয়ায়। মাঝে মধ্যেই তাঁর নানা ভিডিও ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশ থেকে এক ব্যক্তি রানুকে বিয়ে করার জন্য প্রপোজ করেন। আর রানুও এবার সম্মতি জানান। ওই যুবক ২০১৯-এ বিয়ের প্রস্তাব দিতে এসেছিলেন। কিন্তু তখন রানুর সাথে দেখা হয়নি।

তাই এবার রানুকে বিয়ে না করে ফিরবেন না তিনি। তাহলে কি আবার বিয়ে করবেন রানু মন্ডল? না, আসলে এই ভিডিও পুরোটাই মজার ছলে বানানো হয়েছে। আর এই ভিডিও পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হতে সময় নেয়নি। দেখে নিন সেই ভিডিও-

Papiya Paul

X