Papiya Paul

‘যারা সা ঝুম লু মে’ গানে একসাথে গলা মেলালেন বাদামকাকু-রানু মন্ডল! ভিডিও দেখে খুশি নেটিজেনরা

সোশ্যাল মিডিয়াতে এখন শুধুমাত্র কাঁচা বাদাম গান। আট থেকে আশি সকলেই মেতেছে এই কাঁচা বাদাম গানের সাথে। আর তাই এই গানের জেরেই রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়েছেন বীরভূমের ভুবন বাদ্যকর। তার গানের সঙ্গে বহু ভাষায় এই গান যেমন তৈরি হয়েছে। দাদাগিরির মঞ্চেও খেলার সুযোগ পেয়েছেন তিনি।

   

আবার বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাচ্ছেন ভুবন বাদ্যকর। এবার তার সঙ্গে মিল পাওয়া গেল একসময়ের ভাইরাল লতা কন্ঠী রানু মন্ডলের। একসময় এই রানু মন্ডলের গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল। মুম্বাই থেকে গানের সুযোগ পেয়েছিলেন তিনি। রিয়েলিটি শো-তেও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হতে পেরেছিলেন। তবে নিজের অহংকারের দোষে আজ সবকিছু ছেড়ে রানাঘাটের বাড়িতে ঠাঁই হয়েছে তার।

এদিকে বাদাম কাকু রাতারাতি নিজেকে সেলিব্রিটি মনে করছেন। নিজে সেলিব্রিটি হয়ে যাবার জন্য আর বাদাম বিক্রি করবেন না বলেও জানিয়েছেন। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভুবন বাবু ও রানু মন্ডলকে একসঙ্গে দেখা গেল। দুজনে একসাথে গান ধরলেন। তবে বাস্তবে নয়, সোশ্যাল মিডিয়াতে সফটওয়ারের সাহায্যে একটি ভিডিও তৈরি করা হয়েছে। যেখানে ‘যারা সা ঝুম লুমে’ গান গাইতে দেখা যাচ্ছে দুজনকে।

বলাই বাহুল্য, এই ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। মুহুর্তের মধ্যে প্রচুর মানুষ শেয়ার করেছে ভিডিওটি। এই ভিডিওটি আসলে এডিটিং এর সাহায্যে তৈরি করা হয়েছে। দুজনে একসাথে এসে গান গাননি। যদিও এই ভিডিও দেখে মজা পেয়েছে নেটিজেনরা।