Papiya Paul

‘কটূক্তি নয়, সবাই এসে উত্যক্ত করলে সামলাতে পারি না’, বিতর্ক নিয়ে সপাটে জবাব রানু মন্ডলের

রানু মন্ডলের(Ranu Mandal) জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। এখনও মাঝে মধ্যেই তাকে নিয়ে তর্ক-বিতর্ক চলতেই থাকে সোশ্যাল মিডিয়াতে। তবে আরেকবার ফের চর্চার বিষয় হয়েছেন রানু মন্ডল। এর কারণ খুব শীঘ্রই তার জীবন কাহিনী নিয়ে বড় পর্দায় ছবি আসতে চলেছে। যে ছবির নাম ‘রানু মারিয়া’। এখানে তার জীবনের চরিত্রে অভিনয় করবেন ঈশিকা দে। আর ছবির পরিচালনায় আছেন হৃষিকেশ মন্ডল।

   

এদিন তাই সকাল থেকেই গানের রেকর্ডিং করতে গায়ক সিধু ওরফে সিদ্ধার্থ রায়ের বাড়িতে তিনি উপস্থিত হয়েছিলেন। তবে এখানেও তার পরনে ছিল সাদামাটা পোশাক। ছাপা শাড়ি, খোলা চুল, দুই হাতে চুড়ি এই বেশে সিধুর বাড়িতে গানের রেকর্ডিং করতে এসেছিলেন তিনি। এখানে এসেই সাংবাদিকদের সম্মুখীন হতে হয় তাকে। আর এর ফলে খানিক দ্বিধাগ্রস্থ হলেও পরক্ষনেই নিজেকে সামলে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথোপকথন করেছেন রানু মন্ডল।

বাংলার প্রথম সারির সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। তার জীবন নিয়ে যখন ছবি তৈরি করা হবে এটা শোনার পর কি মনে হয়েছিল? এই প্রশ্নের উত্তরে রানু বললেন, ‘সবকিছুই ঈশ্বরের ইচ্ছে। তিনি চেয়েছেন বলেই হয়তো আমার জীবন নিয়ে ছবি তৈরি হতে চলেছে। এই ছবির গল্প তার খুবই ভালো লেগেছে।’ আবার এই ছবির নায়িকা ঈশিকার সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা একসঙ্গে থেকেছি, খাওয়া-দাওয়া করেছি ঈশিকা তো আমায় ‘রানু মা’ বলে ডাক। ও আমার মেয়ের মত তাই মেয়ে মায়ের মত হল না মা মেয়ের মত। এটা তো সবচেয়ে ভাল বলতে পারবেন পরিচালক, দর্শক আর অভিনেত্রী নিজেই।

এরপরে যখন প্রশ্ন করা হয় মুম্বাইয়ের হিমেশ রেশামিয়া না কলকাতার সিধু কে বেশি আন্তরিক? এই প্রশ্ন শুনেই রানুর সটান জবাব, ‘এটা কোন প্রশ্ন হল? প্রত্যেকে প্রত্যেকের মত। কারোর সঙ্গে কারোর তুলনা টানা কোনদিন উচিত না।’ নিজের জীবনের কটাক্ষ, তর্ক-বিতর্ক, সমালোচনা নিয়ে প্রশ্ন করা হলে রানু কিন্তু সেই জবাবও দিয়েছেন সাংবাদিকদের। রানু বলেন যে তিনি কাউকে কটুক্তি করতে চান না। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন না। কিন্তু ১০-১২ জন মিলে ক্যামেরা নিয়ে যখন একনাগাড়ে প্রশ্ন করেন তখন নিজেকে সামলাতে পারেনা।

যদিও তিনি এটাও জানেন যে সকলেই তাকে উত্যক্ত করতে চান। আর এরপর তিনি উত্যক্ত হয়ে গেলে তার সেই বক্তব্য ক্যামেরাবন্দি করে নেটে ছড়িয়ে দেয়। রানুর দৌলতেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান সেইসব মানুষগুলো।