Arijit

লতা মঙ্গেশকরের ‘সাগর কিনারে’ গান গেয়ে নেটিজেনদের মুগ্ধ করলেন রানু মন্ডল, ভাইরাল ভিডিও

আজ থেকে ঠিক আড়াই বছর আগে অর্থাৎ 2019 সালের আগস্ট মাসে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়ে যায় রানাঘাট স্টেশনের রানু মন্ডল। বিখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের গলায় গান গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন রানু মন্ডল। রানু মন্ডল এর জনপ্রিয়তা দেখে তাকে মুম্বাই নিয়ে যাওয়া হয় গান গাইবার জন্য। বিখ্যাত গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গে গানও গেয়েছেন তিনি। তবে তারপর রানাঘাটে নিজের বাড়িতে ফিরে আসতে হয় রানু মন্ডলকে।

   

হঠাৎ করেই মুম্বাই পারি। মুম্বাই থেকে ফের নিজের বাড়িতে ফিরে এসে গানের ক্যারিয়ার শেষ এর জন্য অনেকেই রানু মন্ডলকে দায়ী করেছেন। আবার কেউ কেউ এর জন্য ভাগ্যের দোহায় দিয়েছেন। তবে সে যায় হয়ে যাক না কেন রানু মন্ডল রানু মন্ডল কিন্তু অনেকের কাছে লতা কন্ঠী নামেই পরিচিত।

লতা মনজেস্করের মৃত্যুর পর রানু মন্ডলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেল, কমলা রঙের শাড়ি, কানে ও হাতে গহনা পরে সুন্দর সাজে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন রানু মন্ডল। তার গলায় শোনা গেল লতা মনজেস্করের সেই বিখ্যাত গান ‘সাগার কিনারে দিল হে পুকারে’। দেখলে মনেও হবে না এই মানুষটি রানাঘাটের স্টেশনে এক সময় ভিক্ষা করতেন। রানু মন্ডলের এই ভিডিওটি হঠাৎ করে ভাইরাল হতেই বেশ খুশি হয়েছেন নেটিজেনরা।