ছট পূজার গান ধরলেন রানু মন্ডল, ক্ষুব্দ হলেন নেট দুনিয়ার বাসিন্দারা

রানাঘাটের রানু মন্ডলের কথা আমরা সকলেই জানি। স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার অতীন্দ্রর হাত ধরে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছিলেন তিনি। রাতারাতি সুরেলা কন্ঠের জন্য মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। হিমেশ রেশামিয়ার বিপরীতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল রানু মন্ডলের। কিন্তু ভাগ্য বেশিদিন সহায় হয়নি তার। সুরেলা কন্ঠের রানু মন্ডল অচিরেই মানসিক বিকারগ্রস্ত রানু মন্ডলে পরিণত হয়েছিলেন মানুষের কাছে।

তবে সম্প্রতি আরও একবার ভাগ্য সদয় হতে চলেছে তার। সংবাদমাধ্যম সূত্র থেকে খবর পাওয়া গেছে বাংলাদেশ পাড়ি দিতে চলেছেন রানু মন্ডল। হিরো আলমের সিনেমায় গান গাইবেন তিনি। হিরো আলম এবং রানু মন্ডলের জুটি কতখানি জনপ্রিয়তা সময় বলতে পারবে।

তবে এখন রানু মন্ডলের আরো একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গেছে। সামনে ছট পুজো। ছট পূজা উপলক্ষে রানু মন্ডলের একটি গান সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে ভাইরাল হয়। এই গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ একই সঙ্গে দেখে ফেলেন এই ভিডিওটি। অনেকেই ভেবেছিলেন ছট পূজা উপলক্ষে হয়তো নতুন কোন গান সকলকে উপহার দেবেন রানু মন্ডল।

কিন্তু ভিডিওটি খোলার পর বোঝা গেল আসল কথা। আদৌ রানু মন্ডলের গলায় গাওয়া গান নয় এটি। ভিডিওটিতে রানু মন্ডলের ছবি শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। গায়িকা অন্য কেউ। এর পরেই নিজেদের ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। কেন রানু মন্ডলের ছবি ব্যবহার করা হলো তা নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই। আবার অনেকের মত অনুযায়ী, দর্শকের ভীড় বাড়ানোর জন্য রানু মন্ডলের ছবি এই ভাবে ব্যবহার করা হয়েছে।

Papiya Paul

X