ভারতের জাতীয় ক্রাশ বলা হয় ‘পুষ্পা’ খ্যাত ‘রশ্মিকা মান্ধানা’কে। তার ভুবনভুলানো হাসির প্রেমে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বর্তমানে রশ্মিকা অভিনীত ‘পুষ্পা’ সিনেমাটি সারা ভারতে দারুন হিট হওয়ায়, তার আসল নামের জায়গায় তাকে মানুষ তাকে শ্রীবল্লি নামেই বেশি চেনে। পুষ্পা ছবির সাফল্য তার জনপ্রিয়তায় অন্য মাত্রা এনে দিয়েছে। তবে বি টাউনে কান পাতলেই কানা ঘুষো শোনা যাচ্ছে তিনি নাকি এবার ডেবিউ করতে চলেছেন বলিউডে!
মিডিয়া সূত্রে শোনা যাচ্ছে, ইতিমধ্যে বলিউডে প্রায় তিনটি ছবিতে চুক্তিপত্র সাইন করেছেন তিনি। তাই খুব শিগগিরই বলিউডের পর্দায় দেখা যাবে গ্ল্যামারাস রশ্মিকাকে মান্ধানাকে। প্রসঙ্গত এই দক্ষিণী সুন্দরীর সোশ্যাল মিডিয়ার ফরমান ফলোয়ার্সও আকাশছোঁয়া। তাই তিনি কোনো ছবি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করলে তা ভাইরাল হতে মুহুর্তের বেশি সময়ও নেয়না। সম্প্রতি এমনই একটি ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।
উল্লেখযোগ্য, কিছুদিন আগেই বলিউডের বিখ্যাত পরিচালক তথা প্রযোজক করন জোহর নিজের জন্মদিন উপলক্ষে এক গ্র্যান্ড পার্টির আয়োজন করেন। পার্টিতে সালমান থেকে শুরু করে ঐশ্বর্যের মতো বড়ো বড়ো তারকাদের পদার্পণ করতে দেখা যায়। পার্টিতে উপস্থিত ছিলেন রশ্মিকা মান্ধানাও। কিন্তু সমস্যা শুরু হয় তারপরই।
ইতিমধ্যেই সেই পার্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটা স্বচ্ছ কালো গাউনে নিজেকে সাজিয়েছেন রশ্মিকা। এই কালো পোশাকটি রশ্মিকার সৌন্দর্য বাড়িয়ে তুললেও কোথাও না কোথাও তিনি নিজে একটু অস্বস্তি বোধ করছিলেন। সম্প্রতি এই দৃশ্যটি নিয়েই মানুষ ট্রোল করতে শুরু করেছে রশ্মিকাকে। ভিডিওটিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গাউনটি পরে ঠিকভাবে হাঁটতে পারছেননা অভিনেত্রী। তার এই হাঁটার ভঙ্গি দেখে কেউ লিখেছেন, ‘পোশাকটি বড্ডোই অস্বস্তিকর’ তো কেউ বা টিপ্পনী কেটেছে যে, আপনি কেন এই পোশাক পরেছেন যখন আপনি জানেন যে এই পোশাকে আপনি স্বাচ্ছন্দ্য নন’।