নিউজ শর্ট ডেস্ক: বছর বছর টেলিভিশনের পর্দায় কত বাংলা সিরিয়াল (Bengali Serial) যায় আর আসে। কিন্তু এরই মাঝে এমন কিছু সিরিয়াল থাকে যা শেষ হয়ে যাওয়ার পরেও প্রিয় চরিত্রদের ভুলতে পারেন না দর্শক। বাংলা সিরিয়ালের জগতে এমনই একটি জনপ্রিয় চরিত্র হলো জি বাংলার (Zee Bangla) ‘করুণাময়ী রানী রাসমণি’ (Karunamoyi Rani Rashmoni)। এই ধারাবাহিকে রামকৃষ্ণের (Ramkrishna) ভূমিকায় অভিনয় করে বাংলা সিরিয়ালের দর্শকদের মনে দাগ কেটেছিলেন অভিনেতা সৌরভ সাহা (Sourav Saha)।
টেলিভিশনের পর্দায় রাসমণি শেষ হয়েছে অনেক দিন। কিন্তু আজও সৌরভ অভিনীত এই রামকৃষ্ণের চরিত্রটিকে ভুলতে পারেননি দর্শক। পর্দায় মা-কালী ভক্ত এই সাধকের চরিত্রে সৌরভের নিখুঁত অভিনয় আজও চোখে লেগে রয়েছে বাংলা সিরিয়ালের দর্শকদের। পর্দায় রামকৃষ্ণের চরিত্রটি পার্শ্বচরিত্র হলেও বাংলা জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সৌরভের অভিনয়।
একসময় এই চরিত্রে অভিনয় করেই অনেক সম্মান আর পুরস্কারও উঠেছে তাঁর ঝুলিতে। তবে জি বাংলার পর্দায় করুণাময়ী রাণী রাসমণি শেষ হওয়ার পর সৌরভকে এখনও পর্যন্ত অন্য কোন ধারাবাহিকে সেভাবে দেখা যায়নি। মাঝে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে ছোট একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
তাছাড়া স্টার জলসার রিয়েলিটি শো ইসমার্ট জোড়ি রিয়ালিটি শোতে সস্ত্রীক দেখা গিয়েছিল অভিনেতাকে। এছাড়াও ঘরে ঘরে জি বাংলার সদস্যরাও একবার হাজির হয়েছিলেন এই অভিনেতার বাড়ি।এরপর সৌরভকে সেভাবে টেলিভিশনের পর্দায় দেখা যায়নি।
আরও পড়ুন: ‘কার কাছে কই মনের কথা’য় নতুন টুইস্ট! শিমুলের পর শীর্ষার জীবনে আসছে বিরাট ঝড়
তবে সম্প্রতি তিনি ফিরেছেন স্টার জলসার (Star Jalsha) নতুন সিরিয়াল ‘বঁধূয়া’ (Badhua)-তে। এই ধারাবাহিকে প্রধান নায়ক আবিরের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রিজওয়ান রাব্বানী শেখ। আর তাঁর বিপরীতে পেখমের চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী জ্যোতির্ময়ি কুন্ডু।
View this post on Instagram
এই ধারাবাহিকেই নায়ক আবিরের মেজ দাদা রঙ্গনের (Rangan) ভূমিকায় দেখা যাচ্ছে ছোট পর্দার রামকৃষ্ণ অভিনেতা সৌরভ সাহাকে। রামকৃষ্ণের খোলস ছেড়ে এই সিরিয়ালে একেবারে নতুন রূপে ধরা দিয়েছেন তিনি। তাই এক ঝলক দেখে সত্যিই চেনা দায় দর্শকদের অতিপ্রিয় গদাই ওরফে রামকৃষ্ণকে। এই সিরিয়ালে সৌরভের বিপরীতে তাঁর অনস্ক্রিন স্ত্রী রণিতার ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অলকানন্দা গুহ।