Ratan Tata

Ratan Tata: ৮৬ বছর বয়সে এসে স্বপ্নপূরণ! ১৬৫ কোটি টাকা ব্যয়ে স্বপ্নের প্রজেক্ট করলেন রতন টাটা

নিউজ শর্ট ডেস্ক: আমাদের দেশের বর্ষীয়ন শিল্পপতি রতন টাটা (Ratan Tata) সত্যিই যেন মানুষরূপী ভগবান।  দীর্ঘদিনের কর্মজীবনে এতদিন  নিজের তুলনায় অন্যদের স্বার্থের কথাই বেশি ভেবে এসেছেন তিনি। মানুষের সেবার জন্য বরাবরই নিবেদিত প্রাণ রতন টাটা। এবার এই ৮৬ বছর বয়সে এসে পূরণ করলেন নিজের এক পুরনো স্বপ্ন।

তবে  এবার মানুষের কথা ভেবে নয় চার পেয়ে পোষ্যদের কথা ভেবেই এক বিরাট সিদ্ধান্ত নিলেন রতন টাটা। অবশেষে পোষ্যদের কথা ভেবে অভিভাবক হিসেবে মুম্বাইতেই পোষ্য প্রাণীদের জন্য একটি পশু হাসপাতাল নির্মাণ করেছেন তিনি। অবশেষে সম্পন্ন হয়েছে রতন টাটার ১৬৫ কোটি টাকার পেট প্রজেক্ট-এর (Pet Project) কাজ।

এই হাসপাতাল তৈরি হয়েছে কুকুর বিড়াল খরগোশ এর মত বিভিন্ন ছোট ছোট প্রাণীদের জন্য। জানা যাচ্ছে মুম্বাইয়ের মহালক্ষ্মীতে ২.২ একর জায়গা জুড়ে নির্মিত হয়েছে এই টাটা ট্রাস্টস স্মল অ্যানিম্যাল হসপিটাল। এখানে কুকুর, বিড়াল, খরগোশ এবং অন্যান্য ছোট প্রাণীদের জন্য চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে। জানা যাচ্ছে আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে চালু হবে হাসপাতালটি। সপ্তাহের ৭দিনই ২৪ ঘণ্টা মিলবে সেবা।

রতন টাটা,Ratan Tata,পেট প্রজেক্ট,Pet Project,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই হাসপাতাল প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রতন টাটা জানিয়েছেন ‘একটি পোষা প্রাণী পরিবারের একজন সদস্য থেকে আলাদা নয়। তাঁর কথায় ‘অনেক পোষা প্রাণীর অভিভাবক হিসেবে, আমি এই হাসপাতালের প্রয়োজনীয়তা অনুভব করেছি।’ আসলে নিজের জীবনে অনেক চারপেয়েদের অভিভাবক হিসেবেও ছিলেন তিনি।

আরও পড়ুন: মাত্র ৭৭ হাজার টাকায় দুর্দান্ত মাইলেজ! হিরোর এই দু’চাকার ঝাক্কাস ফিচার্স ঘুরিয়ে দেবে মাথা

Ratan Tata

এক সাক্ষাৎকারে রতন টাটা জানিয়েছেন,  বাড়িতে তাদের চারপেয়েদের থাকার অর্থ, আরেকজন সদস্য থাকা। বিদেশে পড়াশোনা করার সময় নাকি তিনি নিজের চারপেয়েদের  শারীরিক অসুস্থতা দেখেছিলেন চোখের সামনে। তাই সেই থেকেই তিনি  সিদ্ধান্ত নিয়েছিলেন পোষ্যদের জন্য হাসপাতাল তৈরী করবেন।

Avatar

anita

X