Papiya Paul

প্রায় ৯০ লাখের মত ফলোয়ার্স, তবুও রতন টাটা ফলো করেন এই একজনকেই, নামটা চমকে দেবে

নিউজশর্ট ডেস্কঃ দেশের তথা বিশ্বের লাখো তরুণ তরুণী তথা মানুষের অনুপ্রেরণা হলেন রতন টাটা (Ratan Tata)। তার আমলে টাটা গ্রুপের (Tata group) মর্যাদা বেড়েছে বহুগুণ। ব্যবসার পাশাপাশি দেশের নামও উজ্জ্বল করেছেন তিনি। নুন থেকে শুরু করে মোটোর, এয়ার ইন্ডিয়া, টাইটান, তাজ সবেতেই তার কোম্পানির অগাধ বিচরণ।

   

‘রতন টাটা’, একটি বহুল শ্রদ্ধেয় নাম। ভারতমাতার গর্ব তিনি। বছরের পর বছর নিজের জনহিতকর কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। দান খয়রাতের পাশাপাশি লক্ষাধিক মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন তিনি। এই মানুষটার সম্পর্কে বিশদে জানার ইচ্ছে কার নেই?

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে তাকে ভূষিত করা হয়েছে তাকে। যাইহোক, আজ ৮৫ বছর বয়সে এসেও সোশ্যাল মিডিয়ায় টুকটাক অ্যাক্টিভ থাকেন রতন টাটা। জীবনের কিছু টুকরো টুকরো মুহূর্ত শেয়ার করে নেন নিজের ইন্সটাগ্রামে। অনেক সময় সোশ্যাল মিডিয়ার পাতায় মেলে ধরেন জীবনের ফেলে আসা টুকরো স্মৃতি‌।

এহেন মানুষটির ফলোয়ার সংখ্যাও নেহাত কম নয়। প্রায় ৮.৫ মিলিয়ন মানুষ ফলো করেন রতন টাটাকে। কিন্তু জেনে অবাক হবেন যে, এই মানুষটি মাত্র একজনকেই ফলো করে থাকেন। শুনে ভাবছেন যে, এই বিশেষ ব্যক্তিটি ঠিক কে? তবে মজার বিষয় হল, রতন টাটা কোন ব্যক্তিকে ফলো করেননা‌।

রতন টাটা যাকে ফলো করেন সেটি কোন ব্যক্তি নয়, সেটি হল টাটা ট্রাস্ট। প্রসঙ্গত উল্লেখ্য, এই সংস্থাটি রতন টাটারই মালিকাধীন একটি সংস্থা। সাল ১৯১৯ সালে স্থাপিত হয় টাটা ট্রাস্ট। এই মুহূর্তে টাটা ট্রাস্ট দেশের অন্যতম প্রাচীন একটি অনুদান প্রদানকারী সংস্থা। এই একটি সংস্থাকেই ফলো করে থাকেন তিনি।