Ratan Tata Group lost total of 62707 crore after three company share price falls

গরিব হয়ে যাচ্ছেন রতন টাটা, একরাতেই খোয়ালেন ৬২৭০৭ কোটি! কারণ জানেন?

নিউজশর্ট ডেস্কঃ রতন টাটা (Ratan Tata), নামটাই যথেষ্ট মানুষটাকে চেনার জন্য। টাটা স্টিল (Tata Steel) থেকে চারচাকা, লরি থেকে প্রযুক্তি সেক্টর সর্বত্রই টাটার আধিপত্য রয়েছে। দেশের  সর্বোচ্চ ধনী ব্যক্তিত্বদের তালিকাতেও নাম রয়েছে তাঁর। এখানেই শেষ নয়, নিজের দান ধ্যানের জন্যও ছোট থেকে এবার সকলের কাছেই সমানভাবে সমাদৃত রতন টাটা। তবে সম্প্রতি কি গরিব হয়ে যাচ্ছেন তিনি? কেন এই প্রশ্ন? উত্তর হল সম্প্রতিকালে আচমকাই কয়েক হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে টাটা।

কয়েক হাজার কোটি টাকার ক্ষতি টাটা গ্রূপের!

রতন টাটা গরিব হয়ে যাচ্ছেন! শোনার পর থেকে সকলের মনে আগ্রহ কি  হয়েছে জানার। আজ সেই তথ্যই রইল এই প্রতিবেদনে। আসলে টাটা গ্রূপের মধ্যে একাধিক কোম্পানি রয়েছে। যার মধ্যে তিনটি কোম্পানির সারের দাম আচমকাই অনেকটা কমে গিয়েছে। ভাবছেন কোন কোম্পানিগুলি? উত্তর হল TCS, Tata Motors ও Tata Steel। একরাতেই এই ৩ কোম্পানির একত্রিত ক্ষতির পরিমাণ প্রায় ৬২,৭০৭ কোটি টাকা।

TCS এর শেয়ার বিরাট পতন

দেশের বড় আইটি কোম্পানির তালিকায় সর্বদাই নাম আসে TCS এর। খবর প্রকাশ্যে আসার পর অনেকে বিশ্বাসই করতে পারছেন না যে এই কোম্পানির শেয়ারেও এতটা পতন হতে পারে! শুক্রবারই ২.৫৬% কমেছে TCS এর শরীর দাম, যার ফলে প্রায়  ৪০,৭৯৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ রিচার্জের দাম বৃদ্ধির পর বড় পদক্ষেপ, টেলিকম সংস্থাগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে TRAI

Tata Motors ও Tata Steel এর শেয়ারেও বিরাট ধস

তবে শুধুই  টিসিএস নয় একই সাথে Tata Motors ও Tata Steel এর শেয়ারেও ব্যাপক পতন লক্ষ করা গিয়েছে। ভারতের অটোমোবাইল কোম্পানির মধ্যে দ্বিতীয় বৃহত্তম Tata Motors, চারচাকা গাড়ি থেকে শুরু করে একাধিক প্রকারের যানবাহন তৈরী করা কোম্পানিটি। জেতার সারের দাম শুক্রবারে ৪.১৭% কমে গিয়েছে। এর ফলে টাটা গ্রূপের প্রায় ১৫,৮৫৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।

শেয়ার বাজারের পতনের থেকে রক্ষা পায়নি Tata Steel-ও। এদিন ২.৯৭% কমেছে টাটা স্টিলের শেয়ার প্রাইস। যারফলে প্রায় ৬০৫৫ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে টাটা গ্রূপকে। তবে আশা করা হচ্ছে শীঘ্রই আবারও নিজের পুরোনো জায়গা ফিরে পাবে কোম্পানিগুলি।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X