পার্থ মান্নাঃ আচমকাই গুরুতর অসুস্থ প্রবীণ শিল্পপতি রতন টাটা (Ratan Tata)। গতকাল অর্থাৎ রবিবার মধ্যরাতেই আচমকা রক্তচাপ অনেকটাই কমে গিয়েছিল। তখনই তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। খবর প্রকাশ্যে আসতেই চিন্তিত হয়ে পড়েন সকলে। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু গুজবও রটতে শুরু করে। তবে এখন কেমন আছেন রতন টাটা? চলুন জেনে নেওয়া যাক।
যেমনটা জানা যাচ্ছে হাসপাতালে ভর্তি হওয়ার পর ICU তে রাখা হয়েছিল ৮৬ বছর বয়সী। এমন খবর ছড়িয়ে পড়েছিল। তবে আসলে হাসপাতালের কার্ডিওলজিস্ট বিভাগের ডাক্তার শারুখ অম্পি গোলওয়ালার পর্যবেক্ষণে আছেন তিনি। তবে আপাতত সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। ইতিমধ্যেই সেই খবর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন সেই কথা। এই পোস্ট দেখার পর স্বস্তি পেয়েছেন তাঁর লক্ষাধিক ভক্তরা।
রতন টাটার অফিসিয়াল টুইটার থেকে যে পোস্ট হয়েছে তাতে লেখা, ‘আমার জন্য চিন্তা করার জন্য অনেক ধন্যবাদ। তবে চিন্তা করার মত কিছুই হয়নি।’ মূলত বার্ধক্যজনিত কারণেই রেগুলার চেকআপের কারণেই তাকে হাসপাতালে যেতে হয়েছিল। তাই আলাদা করে চিন্তিত হওয়ার কোনো কথা নেই। তবে কোনো ধরণের ভুল তথ্য যাতে ছড়িয়ে না পরে সেটা খেয়াল রাখার জন্য আবেদন করেন তিনি।
প্রসঙ্গত, এবছরেই দেশের অন্যতম বড় পশু চিকিৎসালয় চাল করেছেন রতন টাটা। মুম্বাইতেই সমস্ত অত্যাধুনিক চিকিৎসার সুবিধা সহ পশুদের হাসপাতাল করার স্বপ্ন ছিল তাঁর। যেটা বিগত মার্চ মাসেই পূরণ হয়েছে। হাসপাতালের নাম রাখা হয়েছে ‘টাটা ট্রাস্ট স্মল এনিম্যাল হাসপাতাল’। যেটা উদ্বোধনের পর ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।