শিল্পপতি রতন টাটার (Ratan Tata) মুকুটে নয়া পালক। ‘অর্ডার অফ অস্ট্রেলিয়া’ সম্মানে তাঁকে সম্মান জানানো হলো অস্ট্রেলিয়ার (Australia) গভমেন্টের পক্ষ থেকে। ভারত এবং অস্ট্রেলিয়ার সুসম্পর্ক গড়ে তোলার জন্য এবং বাণিজ্য, বিনিয়োগ সহ পরোপকারের জন্য এই সম্মান দেওয়া হয়েছে তাঁকে।
অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল এর পক্ষ থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে একটি বিবৃতি। সেখানেই জানানো হয়েছে, অস্ট্রেলিয়া এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যেভাবে রতন টাটা সমর্থন করেছেন তা উল্লেখযোগ্য। অর্ডার অফ অস্ট্রেলিয়ার জেনারেল ডিভিশনে একজন অফিসার হিসেবে নিয়োগের পাশাপাশি জাতীয় স্বীকৃতি পাওয়ার যোগ্য তিনি।
এই বিষয় নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার ব্যারি ওফারেল। টুইট করে তিনি লেখেন, ‘অস্ট্রেলিয়া এবং ভারতের সুসম্পর্কের জন্য বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ এবং পরোপকারের জন্য শিল্পপতি শ্রী রতন টাটাকে অর্ডার অফ অস্ট্রেলিয়ার অনারারি অফিসার হিসেবে নিযুক্ত করা হচ্ছে। এ কথা জানাতে পেরে আমি ভীষণ খুশি’।
উল্লেখ্য, ভারত এবং অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের একজন একনিষ্ঠ সমর্থক হলেন রতন টাটা। অর্থনৈতিক সহায়তা এবং বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। সে কারণেই তাঁকে দেওয়া হল এই সম্মান।
অস্ট্রেলিয়া গভর্নর জেনারেলের অফিস থেকে যে বিবৃতি জারি করা হয়েছে তাতে আরও বলা হয়েছে, কেবলমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্য নয়। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা নারীদের অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি সহ একাধিক ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে এই শিল্পপতির। আর সে কারণেই সমস্ত দিক বিচার করে তাঁকেই নিয়োগ করা হলো অর্ডার অফ অস্ট্রেলিয়া অনারারি অফিসার পদে।