নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় নাগরিকদের কাছে একটি গুরুত্বপূর্ণ নথি রেশন কার্ড(Ration Card)। এই রেশন কার্ড ব্যবহার করে সাধারণ নিম্নবিত্ত পরিবারের লোকেরা সরকারি প্রকল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা ভোগ করতে পারেন। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে প্রত্যেকটি রাজ্যের সরকার এই গরীব মানুষদের কথা ভেবে নতুন প্রকল্প নিয়ে আসে।
তবে এবার এই রেশন ব্যবস্থায় বিরাট পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আপনিও যদি রেশন কার্ডের মাধ্যমে সরকারের বিভিন্ন সুবিধা গ্রহণ করে থাকেন তাহলে প্রতিবেদনটি অবশ্যই পুরোটা পড়ে ফেলুন। কেন্দ্র সরকারের এই নতুন পদক্ষেপ লোকসভা ভোটের আগে একটা বড়সড়ো মাস্টারস্ট্রোক হিসেবে মনে করছেন সকলেই। এর কারণ এই নতুন পদক্ষেপে কেন্দ্রের খরচ হতে চলেছে প্রায় ৩০০ কোটি টাকা!
এতদিন পর্যন্ত রেশন গ্রাহকরা বিশেষ ব্যাগে রেশন পেতেন। এবার এই রেশন ব্যাগে ধারণ ক্ষমতা হবে ১০ কেজি। তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রেশন ব্যাগে লাগানো থাকবে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার(Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) অধীনে ৮০ কোটি মানুষকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় বিনামূল্যে পাঁচ কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়। এই বিনামূল্যে খাদ্যশস্য বহু মানুষ পেয়ে আসছেন।
আর এবার রেশনের ব্যাগে প্রধানমন্ত্রীর ছবির জন্যই প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ করছে খাদ্যমন্ত্রক এমনটা শোনা যাচ্ছে। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় প্রায় ২০ কোটি দেশবাসীর হাতে এই ব্যাগ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।