নিউজশর্ট ডেস্কঃ দেশের গরিব মানুষদের খাদ্যসুরক্ষা দেওয়ার স্বার্থে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থা চালু করা হয়। এই কার্ড দেখিয়েই প্রতিমাসে বিনামূল্যে চাল, গম থেকে শুরু করে ন্যায্যমূল্যে চিনি ও আরও কিছু সামগ্রী পান প্রায় ৮০ কোটি মানুষ। সম্প্রতি রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় ঘোষণা করা হয়েছে যেটা সবাইকে জানতেই হবে। তাই আপনিও যদি প্রতিমাসে রেশন তোলেন তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
রেশন কার্ড নিয়ে বড় আপডেট
বর্তমানে পশ্চিমবঙ্গে একাধিক ধরণের রেশন কার্ড চালু রয়েছে। কোনোটিতে চাল, গমের পরিমাণ কম হলেও AAY এর মত কার্ডে অনেকটাই চাল ও গম পাওয়া যায়। কিন্তু এবার বিনামূল্যে রেশন সবাইকে দেওয়া হবে না! কারণ রেশন পেতে গেলে কিছু নির্দিষ্ট যোগ্যতা লাগে যেটা না মানা হলে রেশন কার্ড পাওয়া যাবে না।
কোন ক্ষেত্রে রেশন কার্ড বানানো যাবে না?
আগে একসময় শুধুমাত্র ফর্ম ফিলাপ করে আবেদন করলেই পাওয়া জেট রেশন কার্ড। তবে এখন আর তেমনটা নেই, এখন বেশ কিছু যোগ্যতা পূরণ হলে তবেই মেলে রেশন কার্ড। এক্ষেত্রে জানিয়ে রাখি যদি আপনার নাম কোনো প্লট, ফ্লাট বা বাড়ি সহ ১০০ বর্গমিটারের বেশি জায়গা বা জমি থাকে তাহলে রেশনের জন্য আবেদন করতে পারবেন না।
যদি আপনার চারচাকা গাড়ি বা ট্রাকটর থাকে তাহলেও রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে না। এছাড়াও যদি বাড়িতে ফ্রিজ বা AC থাকে তাহলেও রেশন কার্ডের জন্য আবেদন করা যায় না। আর যদি পরিবারে কারোর সরকারি চাকরি থাকে তাহলে তো কোনোভাবেই রেশন কার্ড বানানো যাবে না বলে জানানো হয়েছে। এছাড়াও যারা আয়কর জমা দেব বা লাইসেন্স বানিয়ে কোনো প্রকারের অস্ত্র রেখেছেন তাদেরও রেশন সিস্টেমের বাইরে রাখা হয়েছে।
আরও পড়ুনঃ পাত্তাও পাবে না SBI! ১৫ মাসের FD-তে ৯% পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি, দেখুন তালিকা
কারা রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন?
উপরিউক্ত ক্ষেত্রে কেউ রেশনের জন্য আবেদন করতে পারবেন না। তাহলে কারা আবেদনের যোগ্য? উত্তর হল যদি আবেদনকারীর পরিবারের আয় গ্রামীণ এলাকায় এক বছরে ২ লক্ষ টাকার কম ও শহরের ক্ষেত্রে বছরে ৩ লক্ষের কম হয়। তাহলে তাঁরা রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।