Ration Cards will be blocked unles EKYC is done See How to complete Aaadhar Ration link EKYC

Partha

Ration Card: ৩০ তারিখই লাস্ট, এক্ষুনি এই কাজ না করলে বন্ধ ফ্রি রেশন! জারি হল বিজ্ঞপ্তি

নিউজশর্ট ডেস্কঃ রাজ্য তথা দেশের কোটি কোটি দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য রেশনের (Ration) ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে এই প্রকল্পের দৌলতে ৮১.৫ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে খাদ্য শস্য প্রদান করা হচ্ছে। তবে সময় সময়ে বহুবার রেশন নিয়ে দুর্নীতির (Ration Scam) ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যেই বহু ভুয়ো ও অবৈধ রেশন কার্ড (Invalid Ration Card) বাতিল করা হয়েছে। তবে এবার আরও কড়া হচ্ছে সরকার।

   

বর্তমানে অনেকেই রেশন দোকানে রেশন নিতে গিয়ে জানতে পারছে যে তাদের কার্ড নাকি বাতিল হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েছেন সেই সমস্ত গ্রাহকেরা। কিন্তু কেন এমনটা হচ্ছে? কি করলে আটকানো যাবে কার্ড বাতিল হওয়া? জানতে আজকের প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নিন।

১.৬৬ লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল!

২০২১ থেকে শুরু করে এপর্যন্ত প্রায় ১.৬ লক্ষেরও বেশি রেশন কার্ড ‘Block’ করে দেওয়া হয়েছে বলে জানা যায় পশ্চিমবঙ্গে। এই সমস্যার মূল কারণ হিসাবে উঠে এসেছে KYC এর সমস্যা। রেশন গ্রাহকদের KYC আপডেট করার জন্য বহুবার সতর্ক করা হয়েছে। তবে এবার ৩০শে জুনের মধ্যে যদি তা না করা হয় তাহলে সমস্যায় পড়তে হবে বহু মানুষকেই।

Ration Card

রেশন তুলতে হলে দিতে হবে বায়োমেট্রিক

বহু আগেই ডিজিটাল রেশন সিস্টেম চালু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রেশন দোকানে চাল, গম নেওয়ার জন্য বায়োমেট্রিক ছাপ দিতে হয়। নাহলে রেশন পাওয়া যায় না। যদি বায়োমেট্রিক না মেলে তাহলেই Block হয়ে যাবে রেশন কার্ড। যদিও ভুলবশত ব্লক হলে সেটা খুলে দেওয়া যাবে। কিন্তু e-KYC না করা থাকলে সেটা অতিসত্তর করিয়ে নিতে হবে।

আরও পড়ুনঃ বড় খবর! শুধুই নয় চাল-গম, একসাথে আরও ৬টি প্রকল্পের সুবিধা পাবেন রেশন কার্ড হোল্ডারেরা!

কিভাবে রেশন কার্ডের e-KYC করতে হবে?

সরকারি নিয়ম অনুযায়ী আপনার যে রেশন দোকান রয়েছে সেখানে গেলেই ডিলার আঁধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করিয়ে দিলেই KYC হয়ে যাবে। এছাড়াও নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে থেকেও এই কাজ করিয়ে নেওয়া যাবে। তবে রেশন দোকানে বিনামূল্যেই হয়ে যাবে, বাইরে থেকে করলে কিছু খরচ হবে। তবে চাইলে মোবাইল থেকেও নিজেই KYC করে নিতে পারেন। নিচে সেই পদ্ধতি দেওয়া হল।

অনলাইনে রেশন কার্ডের KYC করার পদ্ধতিঃ 

  • প্রথমেই ব্রাইজারে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in এ চলে যেতে হবে।
  • এরপর সেখান থেকে Ration Card এ ক্লিক করে তার নীচের অপশনের মধ্যে থেকে “Check the status of your Ration Card” এ ক্লিক করতে হবে।
  • তারপর নিজের রেশন কার্ডের ক্যাটেগরি সিলেক্ট করে কার্ডের নাম্বার বসিয়ে নিয়ে “Captcha” সঠিকভাবে এন্টার করে সার্চে ক্লিক করতে হবে। তাহলেই স্ট্যাটাস বেরিয়ে আসবে।
  • যদি রেশন কার্ডের স্ট্যাটাস “Active” দেখায় তাহলে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি “Deactive” দেখায় তাহলে লিঙ্ক নেই সেক্ষেত্রে আঁধারের সাথে রেশন কার্ড লিংক করতে হবে।
  • লিঙ্ক করার জন্য ওই পেজেই “Do E-KYC” এর অপশন থাকবে। সেখানে ক্লিক করে Link Aadhaar with Deactivated/Newly Approved Cards অপশনে ক্লিক করতে হবে।
  • এবার যে পেজ খুলবে সেখানে আবার রেশন কার্ডের ক্যাটেগরি সিলেক্ট করে কার্ড নাম্বার দিয়ে সার্চ করুন। তারপর “Link Aadhar & Mobile No” অপশনে ক্লিক করুন।
  • আঁধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারে OTP যাবে। সেটা দিয়ে Submit করুন। তাহলেই রেশন আঁধার লিঙ্ক কমপ্লিট।