নিউজশর্ট ডেস্কঃ উত্তম কুমার, মাধবী মুখোপাধ্যায়, সুচিত্রা সেনের মতো কিংবদন্তিদের সঙ্গে কাজ করেছেন স্বর্ণযুগের অভিনেত্রী রত্না ঘোষাল (Ratna Ghoshal)। স্বর্ণযুগ পরবর্তী সময়েও তিনি অভিনয় করেছেন বিভিন্ন বাণিজ্যিক বাংলা ছবিতে। পরবর্তী সময়ে তিনি চুটিয়ে সিরিয়াল করেছেন। মাসখানেক আগেও তাঁকে দেখা গিয়েছিল সিরিয়ালে। কিন্তু এখন কোথাও দেখা যাচ্ছে না রত্না ঘোষালকে। কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী? কেন তাঁকে পাওয়া যাচ্ছে না কোনও সিনেমা-সিরিয়ালে?
কারণ, একগুচ্ছ অভিমান মনের মধ্যে পুষে রেখেছেন সিনিয়র অভিনেত্রী। বিগত কিছু আগেও খড়কুটো, ধুলোকণা-র মতো মেগা সিরিয়ালে দেখা মিলেছিল রত্না ঘোষাল। তারপর লম্বা সময় বিরতি নিয়েছিলেন তিনি। তবে আর তিনি অভিনয় জগতে ফিরতে চান না। তবে কি এই ইন্ডাস্ট্রি তাঁকে বুঝলো না?
কি কারণে অভিনয় করবেন না অভিনেত্রী রত্না ঘোষাল?
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেখা এক সাক্ষাৎকারে উঠে এল অভিনেত্রীর অভিমানের কথা। তিনি জানান, টলিউড ইন্ডাস্ট্রির কাজের ধরন তাঁর একেবারেই পছন্দ হচ্ছে না। অভিনেত্রীর সাফ বক্তব্য, ইন্ডাস্ট্রিতে আন্তরিকতার বড্ড অভাব। যে পরিবেশে তিনি একসময় কাজ করেছেন, তা আর নেই বলেই দাবি রত্নার।
অভিনেত্রীর বক্তব্য, “আমাদের কাছে ডিরেক্টর ছিল বড় ব্যাপার। তিনি ছিলেন ফ্লোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ছোটবেলা থেকে শিখেছি ফ্লোরে ঢুকে প্রথমে ডিরেক্টরকে ‘গুড মর্নিং’ বলতে হয়। তারপর টেকনিশিয়ানদের ‘গুড মর্নিং’ বলতে হয়। এখন যখন আমি ফ্লোরে ঢুকে ডিরেক্টরকে সুপ্রভাত বলি, তিনি আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে যান। এই ধরনের ব্যবহার কেন সহ্য করব!”
আরও পড়ুনঃ টাকা নেই থেকে অবাঙালি প্রযোজকদের আধিক্য, বাংলা ছবি মান পড়ে যাওয়া নিয়ে বিস্ফোরক শাশ্বত!
তিনি আরও বলেন,এখন পাতার পর পাতা স্ক্রিপ্ট হাতে ধরিয়ে দেওয়া হয়। আমাদের সময় সহকারী পরিচালক এসে স্ক্রিপ্ট পড়ে শোনাতেন, তারপর ফ্লোরে যেতাম, রিহার্সাল করতাম এবং শট দিতাম। আরে আমরা কি গোরু, ছাগল? যে শুধু পড়ব আর বলব? অভিনয় ওতো সোজা নয়, এর জন্য প্রয়োজন অধ্যাবসায়! কাজের মান পড়েছে, সেটাই ইন্ডাস্ট্রির জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। টিভি সিরিয়ালের জগত নষ্ট করে দিচ্ছে চ্যানেলের মাথারা, বিস্ফোরক দাবি তোলেন অভিনেত্রী।
তবে অভিনয় ছেড়ে থাকার কথা কখনও ভাবেন নি তিনি। কিন্তু এই আন্তরিকতাহীন ইন্ডাস্ট্রিতে আর কাজ করবেন না বলেই ঠিক করেছেন বর্ষীয়ান অভিনেত্রী রত্না ঘোষাল। তবে আগামী দিনে আন্তরিকতা পেলে অবশ্যই কাজ করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।