Govinda

গোবিন্দার এই অভ্যাস নিয়ে অসন্তুষ্ট ছিলেন রবিনা! দীর্ঘদিন পর বিষ্ফোরক মন্তব্য অভিনেত্রীর

বলিউডের (Bollywood) অন্যতম দর্শকপ্রিয় হলেন গোবিন্দা (Govinda) এবং রবিনা ট্যান্ডন (Raveen Tandon)। নব্বইয়ের দশকে এই জুটির ক্রেজ ছিল দেখার মত। আর দর্শকদের বিনোদন দিতে তারাও জুটি বাঁধতেন একটার পর একটা ছবিতে। বলাই বাহুল্য যে গোবিন্দা এবং রবিনার প্রায় প্রতিটি ছবিই ছিল সুপারহিট। সম্প্রতি নিজের কো স্টার-কে নিয়েই বেশ কিছু মজার কথা বলেছেন অভিনেত্রী।

নিকট অতীতে এক সাক্ষাৎকারে রবিনা বলেন, গোবিন্দা নাকি সবসময় দেরি করে শুটিংয়ে আসতেন। যদিও এই নিয়ে কোন ক্ষোভ তারমধ্যে ছিলনা। কারণ এই বিষয়টা নাকি একপ্রকার শাপে বর হয়ে দাঁড়িয়েছিল রবিনার জন্য। গোবিন্দা দেরি করে আসায় তার কোনো অসুবিধা তো হতই না উলটে তিনি তার অসম্পূর্ণ ঘুম সম্পূর্ণ করে নিতেন সেই ফাঁকে।

এই কথোপকথনের সময় রবিনা বলেন, তিনি সবসময় সময়মতো শুটিংয়ের জন্য পৌঁছে যেতেন। অভিনেত্রী আরো বলেন, ‘আমি বরাবরই প্রযোজক বা পরিচালকের অভিনেত্রী। আমি মনে করি পরিচালকই বস। কোনো প্রযোজক যদি আমার তারিখ দিয়ে থাকেন, তাহলে সময়মতো পৌঁছানো আমার কর্তব্য। সকাল ৯টায় সেটে পৌঁছে যেতাম। দুপুর আড়াইটা বা তিনটার মধ্যে গোবিন্দ পৌঁছে যাবেন জেনে।’

রবিনার সংযোজন, ‘আমি প্রস্তুত হতাম। মেকাপ করে কস্টিউম পরে আমি ঘুমাতে চলে যেতাম। কখনও কখনও কোনো বই পড়তাম। তখন আমরা তিন-চারটি শিফট করতাম। সেজন্য ওই সময়টাতে আমি আমার ‘বিউটি স্লিপ’ নিতাম। গোবিন্দ আসার আধঘণ্টা আগে লোকজন এসে আমাকে তুলে নিয়ে যেতেন।’

Bollywood,Entertainment,Gossip,Raveena Tandon,Govinda,Interview,বলিউড,বিনোদন,গসিপ,রবিনা ট্যান্ডন,গোবিন্দা,সাক্ষাৎকার

রাভিনা আরো জানিয়েছিলেন যে, গোবিন্দের দেরিতে আসার কারণে পুরো শিডিউল পিছলে গিয়েছিল। তবে এ নিয়ে তার কোনো অভিযোগ ছিল না। নায়িকার কথায়, গোবিন্দা তার কাজের জন্য খুব প্রস্তুত থাকতেন। একদিনের কাজ এক ঘণ্টায় শেষ করতেন। এই কারণেই নাকি প্রযোজকদেরও গোবিন্দার দেরিতে আসতে কোনও সমস্যা হয়নি। তারা জানতেন যে গোবিন্দার ছবি হিট হতে বাধ্য।

এই বিষয়ে মণীশ পল তার পডকাস্টে গোবিন্দাকে এই বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে অভিনেতা বলেন, তিনি তখন অভিনয় জগতে ছিলেন তখন তাকে কেউ এই বিষয়ে প্রশ্ন করেনি। তবে অভিনয় জগত থেকে হারিয়ে যেতেই এই সবাই এই বিষয়টা তুলে আনছে। প্রসঙ্গত উল্লেখ্য, রবিনা এবং গোবিন্দার সফল ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘আঁখিও সে গলি মারে’, ‘দুলে রাজা’ এবং ‘আন্টি নং 1’ অন্যতম।

Avatar

Moumita

X