Arijit

বিরাট-রোহিতের পরিবর্তে এই দুই তারকাকে ভারত অধিনায়ক হিসেবে বেছে নিলেন রবি শাস্ত্রী

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফরে থাকলেও ভারতীয় ক্রিকেটারের অন্দরের অবস্থা খুব একটা ভালো নয়। অধিনায়কত্ব থেকে ছাঁটাই এবং নতুন অধিনায়ক বাছাই নিয়ে ইতিমধ্যেই ডামাডল অবস্থা ভারতীয় ক্রিকেটে। হঠাৎ করেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিরাট কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

   

এখন টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে ভারতের নয়া অধিনায়ক রোহিত শর্মা। অপরদিকে টেস্ট ফরম্যাটের অধিনায়কত্ব সামলাচ্ছেন বিরাট কোহলিই। এরই মধ্যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে ভবিষ্যতে ভারতের দুজন অধিনায়ক বেছে নিলেন প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী।

রোহিত শর্মার বয়স ইতিমধ্যেই 34 পেরিয়ে গিয়েছে অপরদিকে বিরাট কোহলির বয়স 33। এই দুজন আর খুব বেশি দিন হয়তো ক্রিকেট খেলবেন না। সেই কারণে এখন থেকে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক বেছে নেওয়ার পরিকল্পনা শুরু করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এই প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন ভারতের অধিনায়কের দায়িত্ব সামলাতে পারেন দুই তারকা ক্রিকেটার, তারা হলেন কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ার। এছাড়াও রবি শাস্ত্রী বলেন, রাহুল দ্রাবিড় নিজের কাজ খুব ভালোভাবেই জানেন। উনি জানেন কিভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হয়। আমি শুধু আমার কথা বলে রাখলাম। এই দুজন ভবিষ্যতে অধিনায়ক হয়ে উঠতে পারেন।