গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে ১০ উইকেট হেরে গিয়েছিল ভারতীয় দল। আর সেই ম্যাচ হারায় কার্যত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় ভারতীয় দলকে। আর তারপরই তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী জানিয়ে ছিলেন, হার্দিক পান্ডিয়া সম্পূর্ণ সুস্থ না হওয়ার কারণে দলের ভারসাম্য নষ্ট হয়েছে। ম্যাচ জিততে গেলে হার্দিক পান্ডিয়াকে ভারতীয় দলের প্রয়োজন রয়েছে।
সেদিন রবি শাস্ত্রীর সেই কথা কতটা গুরুত্বপূর্ণ ছিল তার প্রমাণ পাওয়া গেল গতকাল এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ। এই ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে পাকিস্তানকে একাই হারিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া।
এইদিন এশিয়া কাপে ভারতের ম্যাচ জয়ের পরে হার্দিক পান্ডিয়া কে বিশ্বের সেরা টিটোয়েন্টি অলরাউন্ডার হিসেবে ঘোষণা করলেন ভারতের প্রাক্তন হেডকোচ রবি শাস্ত্রী। এশিয়া কাপে ভারত- পাক ম্যাচের পরে টুইট করেন শাস্ত্রী। তিনি লেখেন, ‘ভারতকে জেতাতে বিশ্বের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারের দরকার পড়ল।’