Arijit

‘আমরা একসঙ্গে গুলি খেলি না’, সৌরভের সঙ্গে সম্পর্ক নিয়ে বোমা ফাটালেন রবি শাস্ত্রী

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় ক্রিকেট থেকে শেষ হয়ে গিয়েছে রবি শাস্ত্রী যুগ। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই ভারতীয় দলের কোচ হিসেবে মেয়াদ ছিল রবি শাস্ত্রীর। তারপর তিনি সেই পদ ছেড়ে দিয়েছেন। এই মুহূর্তে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের কোচিং ছাড়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু বিষয় নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী।

   

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বিরাট কোহলির অধিনায়কত্ব এবং সৌরভ গাঙ্গুলীর বোর্ড পরিচালনা প্রসঙ্গে বেশ কিছু কথা বললেন।

কোহলির অধিনায়কত্ব প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, “গত চার-পাঁচ বছর ধরে লাল বলের ক্রিকেটে ভারতকে এক নম্বরে উঠিয়ে নিয়ে এসেছে কোহলি। তবে দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলার ফলে ও মানসিক এবং শারীরিক ভাবে ক্লান্ত হয়ে পড়েছে। ভবিষ্যতে নিজের ব্যাটিংয়ে মনোনিবেশ করার জন্য লাল বলের ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়াতে পারেন কোহলি।

এছাড়াও সৌরভ গাঙ্গুলী প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, আমরা হয়তো একসঙ্গে গুলি খেলি না ঠিকই, তবে আমরা একে অপরের খুব ভালো বন্ধু। একে অপরের প্রতি আমরা শ্রদ্ধাশীল।