Arijit

উমরানের গতিতে খুশি হলেও সেটাকে মূল্যহীন বললেন রবি শাস্ত্রী, কিন্তু কেন

ইতিমধ্যেই এবার আইপিএলের গ্রুপ পর্বের বেশিরভাগ ম্যাচ হয়ে গিয়েছে। এবার আইপিএলে বেশ কয়েকজন তরুণ ভারতীয় ক্রিকেটার নজর কেড়েছেন। তবে সবচেয়ে বেশী চর্চায় উঠে এসেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের তরুণ জোরে বোলার উমরান মালিক।

   

এবার আইপিএলে নিজের বলের গতি দিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন হায়দ্রাবাদের এই তরুণ বোলার। আইপিএলের শুরু থেকে লাগাতার 150 কিলোমিটার বেগে বোলিং করে চলেছেন উমরান মালিক। যার কারণে বেশ কয়েকটি সাফল্যও পেয়েছেন তিনি।

তবে এবার সমস্ত রেকর্ড ভেঙ্গে দিলেন উমরান মালিক। দিল্লির বিরুদ্ধে মাঠে নেমে 157 কিমি গতিবেগ বোলিং করে এবার আইপিএলে ইতিহাস সৃষ্টি করেছেন উমরান মালিক। এটাই এবার আইপিএলে সবচেয়ে জোরে বল এবং আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জোরে বল।

উমরান প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেছেন, ‘‘উমরান সঠিক জায়গায় বল ফেলতে না পারলে ব্যাটার দ্বিগুণ গতিতে সেই বল বাউন্ডারিতে পাঠাবে। ও হয়তো খুব দ্রুত ভারতের হয়ে খেলবে। 156 হোক বা 256 বলের গতি যাই হোক, ঠিক জায়গায় না ফেললে মার খেতেই হবে। ওর গতি অবশ্যই দুর্দান্ত। কিন্তু ওকে মাথায় রাখতে হবে কোথায় বল ফেললে সেটা কার্যকরী হবে। শুধু গতি দিয়ে ব্যাটারদের চমকে দেওয়া সম্ভব নয়। ওকে বোলিং নিয়ে ভাবনা চিন্তা করতে হবে।’’