Arijit

একযোগে ৫ কিংবদন্তিকে পিছনে ফেলে বল হাতে অনবদ্য নজির গড়লেন রবীচন্দ্রন অশ্বিন

এই মুহূর্তে ভারতীয় দলের অমূল্য সম্পদ হয়ে উঠেছেন রবীচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে অশ্বিনের জুড়ি মেলা ভার। ঘরের মাঠ হোক কিংবা বিদেশের পরিবেশ টেস্ট ম্যাচ মানেই রবীচন্দ্রন অশ্বিনের উইকেট জোয়ার। ভারতীয় টেস্ট দলের জয়ে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন এই অলরাউন্ডার।

   

সদ্য সমাপ্ত ঘরের মাঠে শ্রীলংকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজেও বল হাতে অনবদ্য পারফরম্যান্স করেন রবীচন্দ্রন অশ্বিন। দুটি টেস্ট ম্যাচেই বল হাতে ঝুড়ি ঝুড়ি উইকেট নিয়েছেন তিনি।

মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৬টি উইকেট নিয়ে রবিচন্দ্রন অশ্বিন একযোগে টপকে গিয়েছিলেন রিচার্ড হ্যাডলি (৪৩১), রঙ্গনা হেরথ (৪৩৩) ও কপিল দেবকে (৪৩৪)। বেঙ্গালুরুতে আবার সিরিজের দ্বিতীয় টেস্টে অশ্বিন সর্বকালীন টেস্ট উইকেটশিকারিদের তালিকায় পিছনে ফেলেছেন ডেল স্টেইনকে (৪৪০)। এ বার কিংবদন্তি শেন ওয়ার্নকে অন্য পরিসংখ্যানের বিচারে টপকে গিয়ে অন্য নজির গড়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন।