Arijit

বুমরাকে নকল করলেন বিরাট, হাসিতে লুটোপুটি খেলেন সতীর্থরা

শ্রীলঙ্কার বিরুদ্ধে টিটোয়েন্টি সিরিজ জয়ের পর টেস্ট সিরিজও জিতে নিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। জয়ের ছন্দে থাকা ভারতীয় দল রয়েছে দারুন ফুরফুরে মেজাজে। বিরাট কোহলিদের সেই ফুরফুরে মেজাজই ধরা পড়ল মাঠের মধ্যে।

বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসের পর হঠাৎই মাঠের মধ্যে ফুরফুরে মেজাজে দেখা গেল বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহদের। এইদিন ভারতের ইনিংসের পর ব্যাটিং করতে আসে শ্রীলঙ্কা। তবে শ্রীলংকার ব্যাটসম্যানরা মাঠে নামার আগে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। আর তখনই হঠাৎ করে এক কর্মকাণ্ড করে বসেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। যা দেখে হেসে লুটোপুটি খায় সকলে।

সতীর্থদের সঙ্গে গল্পের ফাঁকে হঠাৎই ভারতীয় পেসার যশপ্রীত বুমরাকে নকল করতে শুরু করেন বিরাট কোহলি। বুমরাহ বল করার সময় কী ভাবে দৌড়ে আসেন, সতীর্থদের দেখাচ্ছিলেন প্রাক্তন অধিনায়ক। কোহলির এইভাবে বুমরাহকে নকল করা দেখে দলের অন্যদের হাসি তখন থামতেই চাইছিল না। বুমরাহ নিজেও হেসে ফেলেন।

https://twitter.com/Anmol_Narang25/status/1502647710679445506?t=DoyFbTeYzIv6E6fBcA8fMA&s=19