সেই রোমাঞ্চ-উত্তেজনা হারিয়ে গিয়েছে, ওয়ানডে ক্রিকেট থাকলেই টিভি বন্ধ করে দেন অশ্বিন

এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। বিশেষ করে দেশের মাটিতে টেস্ট সিরিজ হলে অশ্বিনের বিকল্প ভাবায় যায় না। নিয়মিত টেস্ট খেলার কারণে বর্তমানে ভারতীয় সীমিত ওভারের দল থেকে কার্যত বাদই পড়ে গিয়েছেন তিনি। টি-টোয়েন্টি, ওয়ানডে দলেও সেই ভাবে ডাক পান না। আর এবার একদিনের ক্রিকেট নিয়ে বিস্ফোরক বয়ান দিলেন রবিচন্দ্রন অশ্বিন।

অশ্বিনের মত বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের দাপাদাপির কারণে এখন একদিনের ক্রিকেটের মাধুর্য হারিয়ে গিয়েছে। এখন আর একদিনের ক্রিকেটে আগের মতো উত্তেজনা বলে কিছুই থাকে না। আগে একদিনের ক্রিকেট দেখতে ভালো লাগতো কিন্তু বর্তমানে এই খেলা দেখার কোন উত্তেজনায় থাকে না।

এক সাক্ষাৎকার অশ্বিন বলেছেন, “ক্রিকেট দেখতে আমি খুবই ভালবাসি। পাগলও বলতে পারেন। তবে এক দিনের ক্রিকেট দেখতে বসলে একটা সময়ের পর টিভির সুইচ বন্ধ করে দিই। আমার তো খেলাটা দেখলেই এখন বেশ ভয় লাগে। ম্যাচের মধ্যে সেই ওঠানামা ব্যাপারটা হারিয়ে গিয়েছে। আগের সেই উত্তেজনা এখন টের পাই না। টি-টোয়েন্টি ক্রিকেটের বৃহত্তর সংস্করণ হয়ে দাঁড়িয়েছে এক দিনের ক্রিকেট।”

Avatar

Koushik Dutta

X