Arijit

হরভজন, কুম্বলেকে একসঙ্গে পিছনে ফেলে প্রথম ভারতীয় হিসেবে দুরন্ত নজির অশ্বিনের

এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার ভারতের রবীচন্দ্রন অশ্বিন। আর টেস্ট ক্রিকেটে তো অশ্বিনের কোন বিকল্প হয় না। বল হাতে প্রত্যেক ম্যাচেই পুরনো রেকর্ড ভেঙে নতুন নতুন রেকর্ড গড়ছেন ভারতের এই ডানহাতি স্পিনার। এই মুহূর্তে ভারতের মাটিতে রবীচন্দ্রন অশ্বিন এর থেকে ভয়ঙ্কর বোলার আর নেই।

   

ইংল্যান্ড সফরে সুযোগ না পেলেও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কামব্যাক করেই ফের স্বমহিমায় পাওয়া গেল রবীচন্দ্রন অশ্বিনকে। কানপুরেই বল হাতে নিউজিল্যান্ডের কোমর ভেঙে দিয়েছিলেন অশ্বিন। সেই সঙ্গে গড়েছিলেন একাধিক নজির। হরভজন সিংকে পিছনে ফেলে কানপুর টেস্টেই ভারতীয়দের মধ্যে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছিলেন অশ্বিন।

ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে 400 এর বেশি উইকেট নেওয়া হয়ে গিয়েছে অশ্বিনের। আর এতগুলি উইকেট যদি কোন বোলার নেয় তাহলে তার দক্ষতা সম্পর্কে কোন প্রশ্নই ওঠে না। ঘরের মাঠে অশ্বিন যে কতটা বিপদজনক হতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে 4 টি এবং দ্বিতীয় ইনিংসে 3 টি উইকেট নিয়ে অশ্বিন টপকে গেলেন কিংবদন্তি ভারতীয় স্পিনার অনিল কুম্বলেকে।

দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম ভারতীয় বোলার হিসেবে অশ্বিন 4 বার এক বছরে পঞ্চাশের বেশি উইকেট নিলেন। অপরদিকে অনিল কুম্বলে এবং হরভজন সিং দুজনেই তিনবার করে এক বছরে পঞ্চাশের বেশি উইকেট নিয়েছেন।