Arijit

পাঁজরে গুরুত্বর চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন জাডেজা

এবারের আইপিএল শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়ে দেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির পরিবর্তে জাদেজার কাঁধে নেতৃত্ব তুলে দেয় সিএসকে টিম ম্যানেজমেন্ট। নতুন অধিনায়ক জাদেজার নেতৃত্বে একেবারেই ভালো খেলতে পারেনি চেন্নাই সুপার কিংস। প্রথম আটটি মাসের মধ্যে মাত্র একটি ম্যাচে জিতেছিল সিএসকে। যার ফলে নিজে থেকেই অধিনায়কত্ব ছেড়ে দেয় রবীন্দ্র জাদেজা।

   

জাদেজা অধিনায়কত্ব ছাড়ার পর তিনটি ম্যাচ জিতেছিল চেন্নাই সুপার কিংস। তবে এরই মধ্যে আরও বড় ধাক্কা চেন্নাই সুপার কিংস এর জন্য। গুরুতর চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন সিএসকের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের গত ম্যাচে পাঁজরে গুরুতর চোট লাগে জাদেজার। যার ফলে দিল্লি ক্যাপিটালস বিরুদ্ধেও দলে ছিলেন না তিনি। সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন বলেন, ‘‘জাডেজার পাঁজরে বড় চোট লেগেছে। ফলে চিকিৎসকরা ওকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে। এর পরে খেললে চোট আরও বাড়তে পারে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বারের আইপিএলের বাকি ম্যাচে জাডেজা আর খেলবে না।’’