আরবিআই,RBI,ব্যাঙ্ক অফ বরোদা,Bank Of Baroda,বব ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন,Bob World,Application,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

RBI: টানা ৭ মাস পর এল সুখবর! RBI নিষেধাজ্ঞা তুলতেই খুশিতে আত্মহারা এই ব্যাংকের গ্রাহকরা 

নিউজ শর্ট ডেস্ক: দীর্ঘ সাত মাসের অপেক্ষার অবসান। অবশেষে ব্যাংক অফ বরোদার (Bank of Baroda) ‘বব ওয়ার্ল্ড’ (Bob World)  অ্যাপ্লিকেশন নিয়ে সামনে এলো বড়সড় আপডেট। সম্প্রীতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফ থেকে ৭ মাস পর ব্যাঙ্ক অফ বরোদার অ্যাপ বব ওয়ার্ল্ড-এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আর বি আই।

তাই এবার এই বব ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে নতুন গ্রাহক যোগ করার জন্য ব্যাংক অফ বরোদাকে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২০২৩ সালের অক্টোবর মাসেই  আর বি আই -র তরফ থেকে ব্যাঙ্ক অফ বরোদার মোবাইল অ্যাপ বব ওয়ার্ল্ডে নতুন গ্রাহক যোগ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

স্টক মার্কেটকে দেওয়া তথ্যে ব্যাঙ্ক অফ বরোদার তরফে জানানো হয়েছে ৮ই মে একটি সার্কুলার জারি করে আর বি আই ব্যাংক অফ বরোদাকে বব ওয়ার্ল্ডের ওপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা অবিলম্বে সরিয়ে ফেলার কথা জানিয়েছে।

আরবিআই,RBI,ব্যাঙ্ক অফ বরোদা,Bank Of Baroda,বব ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন,Bob World,Application,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

অর্থাৎ এবার থেকে আরবিআই- এর নির্দেশ মেনে ব্যাংকিং আইন অনুযায়ী ব্যাঙ্ক অফ বরোদা আবার তাদের অ্যাপের মাধ্যমে নতুন গ্রাহক যোগ করতে পারবেন বলে জানা যাচ্ছে। যার ফলে বব ওয়ার্ল্ড অ্যাপে খুব তাড়াতাড়ি আবার নতুন গ্রাহক যোগ হতে চলেছে।

আরও পড়ুন: এবার UPI দিয়েই কাটুন টিকিট! খুচরোর ঝামেলা এড়াতে দারুন উদ্যোগ কলকাতা মেট্রোর

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ইএমআই কার্ডের মাধ্যমে ঋণ দেওয়া নিয়ে বাজাজ ফাইনান্স এর ওপরেও নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

কেন এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল?

জানা যায় এই ব্যাঙ্কের কয়েকজন কর্মী বব ওয়ার্ল্ডে কিছু ব্যক্তির অ্যাকাউন্ট খুলে প্রতারণা করছিল। বব ওয়ার্ল্ড অ্যাপে রেজিস্টার করা গ্রাহকের সংখ্যা বেশি দেখাতেই নাকি এমন কাণ্ড করা হয়েছিল। তবে এবার নতুন নির্দেশ আসার পর ব্যাঙ্ক অফ বরোদা জানিয়েছে, তারা নিয়ন্ত্রক সংস্থার নিয়ম সম্পূর্ণ মেনে চলতে তারা প্রস্তুত।

আরবিআই,RBI,ব্যাঙ্ক অফ বরোদা,Bank Of Baroda,বব ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন,Bob World,Application,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

প্রসঙ্গত গত সপ্তাহেই, আরবিআই ইকম এবং ইন্সটা ইএমআই কার্ডের মাধ্যমে ঋণ দেওয়া নিয়ে বাজাজ ফাইন্যান্সের উপর থেকেও সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ইতিপূর্বে বেসরকারি খাতের কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে অনলাইন এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নতুন গ্রাহক যোগ করা এবং নতুন ক্রেডিট কার্ড ইস্যু করা নিয়েও নিষেধাজ্ঞা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক।

Avatar

anita

X