Online Payment

Papiya Paul

Online Payment: বদলে গেল Phone Pe, G Pay-র নিয়ম! RBI-র নিয়মে অনেক সুবিধা হবে গ্রাহকদের

নিউজশর্ট ডেস্ক: এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া Phone Pe, Paytm, G Pay ইত্যাদির ক্ষেত্রে ইউপিআই পেমেন্ট ব্যবসায় বড় পরিবর্তন আনতে চলেছে। আর এক্ষেত্রে আগামী দিনে আর্থিক লেনদেন আরো সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বর্তমান সময়ে এই সমস্ত থার্ড পার্টি অ্যাপগুলোর মাধ্যমে অনলাইন পেমেন্টে(Online Payment) দারুণভাবে অভ্যস্ত হয়ে উঠেছে সাধারণ মানুষ।

   

যতদিন এগোচ্ছে ততই এই অনলাইন পেমেন্টের জনপ্রিয়তা বাড়ছে। এই থার্ড পার্টি অ্যাপগুলো ছাড়াও প্রায় প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংকেরই একটি করে নিজস্ব অ্যাপ রয়েছে। যেখানে ইউপিআই পেমেন্ট ব্যবস্থা সক্রিয় আছে। এই পেমেন্ট ওয়ালেটগুলোর সুবিধার পাশাপাশি বেশ কিছু সীমাবদ্ধতা ও রয়েছে।

যার ফলে গ্রাহকদের অনেক সময় সমস্যার মুখে পড়তে হচ্ছে। গ্রাহকদের সমস্যা দূর করে এই ইউপিআই ব্যবস্থাকে আরো বেশি জনপ্রিয় করে তুলতে এবং কাজে লাগানোর জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন আনতে চলেছে RBI।

আরও পড়ুন: RBI: এখন ১০ টাকার নোট কেন থাকে ছেঁড়া-ফাঁটা? আসল কারণ চমকে দেবে

অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে নানা কারণে অনলাইন ওয়ালেটগুলোতে ভালো পরিমাণ অর্থ থাকে। কিন্তু নির্দিষ্ট কিছু সীমাবদ্ধ জায়গা ছাড়া সেগুলো অন্যত্র ব্যবহার করা যায় না। আর এক্ষেত্রেই গ্রাহকেরা বারবার সমস্যায় পড়েছিল তাই এই সমস্যা দূর করার জন্য আরবিআই নতুন নিয়ম আনতে চলেছে। যেখানে পিপিআই একাউন্ট হোল্ডাররা এক বিশেষ সুবিধা পাবেন।

আরবিআই সিদ্ধান্ত নিয়েছে যে থার্ড পার্টি পেমেন্ট অ্যাপের সঙ্গে পিপিআই ব্যবস্থা যুক্ত করে অনলাইন ওয়ালেটের রাখা অর্থ ইউপিআই ব্যবস্থার মতো সহজে লেনদেন করতে পারা যাবে। এর ফলে গ্রাহকেরা যাদের অনলাইন ওয়ালেট রয়েছে তারা উপকৃত হবেন। যদিও কবে থেকে এই সুবিধা চালু করা হবে সেই বিষয়েও রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কিছু জানানো হয়নি।