RBI

Papiya Paul

RBI: ছোট ১ টাকার কয়েন বৈধ নয়? ভারতের মুদ্রা নিয়ে সকলকে সতর্কবার্তা দিল RBI

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে ছোট ১ টাকার কয়েন গ্রহণ করতে চাইছেন না দোকান-বাজার সব জায়গাতেই। এমনকি বেশকিছু জায়গায় ছোট কয়েন বাজারে চলছে না বলেও মন্তব্য করছেন। বহুদিন আগে থেকেই ৫০ পয়সার কয়েন বা মুদ্রা কোথাও চালানো যায় না। এবার প্রশ্ন হচ্ছে সত্যিই কি এই কয়েন গুলো(Indian Coin) বাতিল করে দিয়েছে?

   

এই বিষয়ে তাদের বক্তব্য নিশ্চিত করতে মন্তব্য করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(Reserve Bank Of India)। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে শহরাঞ্চলে বিশেষ করে বড় বড় বাজারে বা দোকানে এই ছোট এক টাকার কয়েন নিয়ে কোন সমস্যা না থাকলেও গ্রাম এবং মফস্বলের দোকানদাররা, গাড়ি ড্রাইভাররা গুজবের দ্বারা প্রভাবিত হয়ে এই কয়েন গ্রহণ করতে চাইছেন না।

এবার বাজারে কোন কয়েনগুলো বৈধ এবং কোন কয়েনগুলো অবৈধ সেই বিষয়ে পরিষ্কার বিবৃতি জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই জানিয়ে দিয়েছে যে ২৫ পয়সার মুদ্রা বা কয়েন ও তার থেকে কম পয়সা অর্থাৎ ১ পয়সা, ২ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, ২০ পয়সা এগুলো ভারতীয় অর্থ ব্যবস্থায় আর কার্যকরী নয়। এগুলোর উৎপাদন যেমন বন্ধ হয়েছে তেমনি এই মুদ্রা গুলো দিয়ে কোন লেনদেন হবে না।

আরও পড়ুন: Women’s Scheme: মহিলাদের জন্য ৫ বিশেষ উপহার কেন্দ্রের, ঘরে বসেই মিলবে সুবিধা, শুধু করতে হবে এই কাজ!

তবে ৫০ পয়সার কয়েন এখনো নিষিদ্ধ করেনি রিজার্ভ ব্যাংক। এগুলি উৎপাদন করা না হলেও যাদের কাছে ৫০ পয়সার কয়েন আছে তারা লেনদেন করতে পারবেন। রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে ১ টাকার কয়েন, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা এবং ২০ টাকার কয়েন সমস্তই এখন বাজারে বৈধ আছে এবং এই কয়েন গুলোর মাধ্যমে যাবতীয় লেনদেন করা যাবে।

যে সমস্ত ব্যবসায়ী, দোকানদাররা এই কয়েন নিতে অস্বীকার করবেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে তাদের বিরুদ্ধে ভারতীয় মুদ্রা আইন এবং ভারতীয় দণ্ডবিধির ৪৮৯ (এ) থেকে ৪৮৯ (ই) ধারায় এফআইআর দায়ের করা হতে পারে।