RBI

anita

RBI: RBI-র নির্দেশে কোটি কোটি টাকার জরিমানার মুখে দেশের দুই বড় ব্যাঙ্ক! চিন্তায় ঘুম উড়লো গ্রাহকদের

নিউজ শর্ট ডেস্ক: গ্রাহকদের কষ্টের আমানতের এক টাকাও যাতে নষ্ট না হয় তার জন্য দেশের শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) নিজেদের সজাগ দৃষ্টি বজায় রাখে সবসময়। আর এবার আর বি আই (RBI)-এর কোপে পড়ে বিপাকে পড়ল দেশের দুই শীর্ষস্থানীয় ব্যাংক। নিৰ্দিষ্ট নিয়ম বিধি লঙ্ঘন করার জন্য  এবার ব্যাংক অফ ইন্ডিয়া (Bank Of India) এবং বন্ধন ব্যাংক (Bandhan Bank) দেশের এই দুই বড় ব্যাংককে কোটি কোটি টাকার জরিমানা (Fine) দিতে হবে।

   

জানা যাচ্ছে গ্রাহক পরিষেবা ও সুদের হারের নিরিখে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এক কোটি চল্লিশ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আর বি আই। এই খবর প্রকাশ্যে আসতেই হু হু করে নেমেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার গ্রাফ। বুধবারেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওপর আর বি আই-এর এই খাঁড়া নেমে আসে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে খবর ২০০৬-এর আইন ‘২০০৬ ক্রেডিট ইনফরমেশন কম্পানি রুলস’-এর আইন মেনে ঋণ শোধ করেনি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বন্ধন ব্যাংক। এছাড়াও ক্রেডিট পরিষেবার ক্ষেত্রেও বেশ কিছু অভিযোগ জানিয়েছেন গ্রাহকরা। এই কারণেই এই দুটি প্রতিষ্ঠানকে অবিলম্বে আর্থিক জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,Reserve Bank Of India,জরিমানা,Fine,ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,Bank Of India,বন্ধন ব্যাঙ্ক,Bandhan Bank,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানা যাচ্ছে বন্ধন ব্যাংকের প্রায় ৩০ লক্ষ টাকা অর্থাৎ ২৯ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে বন্ধন ব্যাংক জরিমানার মুখোমুখি হলেও তাদের শেয়ারের উপর কোন প্রভাব পড়েনি। উল্টে বন্ধন ব্যাংকের শেয়ার এক লাফে বেড়ে গিয়েছে অনেকটাই।

আরও পড়ুন: চাকরি করতে লাগবে না! পোস্ট অফিসের এই স্কিমেই দু’হাতে আসবে টাকা, জানেন কিভাবে সম্ভব?

তবে শুধু বন্ধন ব্যাংক কিংবা ব্যাংক অফ ইন্ডিয়াই নয় এই জরিমানার তালিকায় রয়েছে ইন্ডোস্টার ক্যাপিটাল ফিনান্স লিমিটেড।জরিমানা বাবদ এই নন বঙ্কিং ফিনান্সিয়াল অর্গানাইজেশনকে দিতে হবে ১৩.৬০লক্ষ টাকা।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,Reserve Bank Of India,জরিমানা,Fine,ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,Bank Of India,বন্ধন ব্যাঙ্ক,Bandhan Bank,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানা যাচ্ছে এই ইইন্ডোস্টার ক্যাপিটাল ফিনান্স-এর বিরুদ্ধে এনবিএফসি (NBFC) নির্দেশ অনুযায়ী আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি বিষয়ে অভিযোগ রয়েছে। তাই নির্দিষ্ট নিয়ম না মানার কারণেই এই প্রতিষ্ঠান গুলিকে মোটা টাকার জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক। তবে গ্রাহকরা নিশ্চিন্তে থাকতে পারেন। কারণ এর জন্য তাদের কোন ক্ষতি হবে না বলেই জানিয়েছে দেশের শীর্ষ ব্যাংক।