নিউজশর্ট ডেস্কঃ শুরু হওয়ার পর থেকে দেশের আমজনতার টাকা পয়সার লেনদের অভ্যাস বিপুলভাবে বদলে দিয়েছে ইউপিআই (UPI)। আগে যেখানে একজনের ব্যাঙ্ক থেকে টাকা পাঠাতে হলে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ফর্ম ফিলাপ করে লাইনে দাঁড়াতে হত সেখানে শুধু একটা কোড স্ক্যান করে বা UPI ID দিয়েই কয়েক সেকেন্ডে টাকা ট্রান্সফার হয়ে যাচ্ছে। সেই কারণেই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর এই পেমেন্ট সিস্টেম শুধু ভারতে নয় গোটা বিশ্বের কাছেই প্রশংসনীয়।
শীঘ্রই চালু হচ্ছে ইউনিফায়েড লেন্ডিং ইন্টারফেস বা ULI
তবে এবার জানা যাচ্ছে, টাকা পাঠানোর মতই সহজ হয়ে যাবে লোন নেওয়া। হ্যাঁ ঠিকই দেখছেন, ব্যাঙ্কে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে হাজারো কাগজ জমা দেওয়ার দরকার নেই। সহজেই মোবাইলেই পাওয়া যাবে লোন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফ থেকেই অত্যাধুনিক এই পেমেন্ট সিস্টেমের কথা ঘোষণা করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ULI বা ইউনিফায়েড লেন্ডিং ইন্টারফেস। এর ফলে ব্যাঙ্কিং পরিষেবা আরও উন্নত ও ডিজিটালাইজড হবে বলে মনে করা হচ্ছে।
ULI সম্পর্কে ঘোষণা RBI গভর্নরের
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ড দাস বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি জানান, RBI কোনো ঝামেলা ছাড়া ঋণ প্রদানের জন্য ULI নামক এটি পাইলট প্রকল্প চালাচ্ছে। এর ফলে মানুষকে ঋণ দেওয়ার পদ্ধতিতে যেমন গতি আসবে তেমনই খুব কম ঝামেলাই লোন দেওয়া যাবে। মূলত যারা ক্ষুদ্র ঋণ নিয়ে থাকেন তাদের এর ফলে ব্যাপক উপহার হবে।
কিভাবে কাজ করবে ULI?
যেমনটা জানা যাচ্ছে একটি প্লাটফর্মের মাধ্যমে সমস্ত ঋণপ্রদানকারী সংস্থাগুলিকে যুক্ত করা হবে। যেখানে দেশের সমস্ত রাজ্যের জমির রেকর্ডও পাওয়া যাবে। কম সময়ে সমস্ত ডেটা পাওয়া গেলে লোনের অ্যাপ্রুভালের জন্য যে সময় লাগে সেটা অনেকটাই কমে যাবে। ফলে দ্রুত লোন প্রসেস করা যাবে।
ULI এর সুবিধা কি?
এই পদ্ধতিতে যেমন লোন দেওয়া কোম্পানিগুলি আবেদনকারীদের সম্পর্কে প্রয়োজনীয় ডেটা থেকে ক্রেডিট হিস্ট্রি দেখতে পাবে তেমনি গ্রাহকেরাও অনলাইনে স্ট্যাটাস চেক থেকে শুরু করে সুদের হার সম্পর্কে জানতে পারবেন। এমনকি লোনের জন্য একাধিক বিকল্প থাকবে যার মধ্যে থেকে নিজেদের পছন্দমত অপশন বেছে নেওয়া যাবে।
কবে থেকে চালু হবে ULI এর মাধ্যমে লোন দেওয়া?
আরবিআই গভর্নরের মন্তব্য অনুযায়ী, বর্তমানে পাইলট প্রজেক্ট হিসাবে ULI এর কাজ চলছে। তবে শীঘ্রই গোটা দেশে এই লেন্ডিং প্রসেস চালু করা হবে। যার ফলে ডিজিটাল পেমেন্ট ইকো সিস্টেমের মত ঋণ দেওয়ার পদ্ধতিতেও বিরাট বদল ঘটবে।
আরও পড়ুনঃ শীঘ্রই শুরু হচ্ছে জনগণনার কাজ, কবে বাড়িতে আসবে লোক? জানালেন অমিত শাহের
ULI চালু হলে কারা সবচেয়ে বেশি লাভবান হবেন?
যেহেতু ঋণ দেওয়ার প্রক্রিয়াকে আরও উন্নত ও দ্রুত করার চেষ্টা করা হচ্ছে। তাই ক্ষুদ্র ব্যবসায়ী বা MSME সেক্টর ULI চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হবে। তাছাড়া যেহেতু মোবাইল থেকেই সমস্ত ডেটা দেখতে পাওয়া যাবে তাই গ্রামীণ এলাকায় লোন দেওয়া আরও সহজ হয়ে যাবে।