RBI

anita

RBI: এখনও ফেরত আসেনি ২০০০ টাকার সব নোট! কোথায় রয়েছে এই টাকা? যা জানালো RBI

নিউজ শর্ট ডেস্ক: দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংকের (Reserve Bank) নির্দেশের ইতিমধ্যেই দেশ জুড়ে অনেকেই জমা দিয়েছেন ২০০০ টাকার নোট (2000 Rupees Note)। এসবের মধ্যেই বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংক জানিয়েছে এই মুহূর্তে মোট ৯৭.৭৬  শতাংশ ২০০০ টাকার নোট ব্যাংকে ফেরত এসেছে।

   

হিসেব অনুযায়ী জানা যাচ্ছে বর্তমানে আমজনতার কাছে ঘোরাফেরা করছে মাত্র ৭,৯৬১ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট। এ প্রসঙ্গে আরবিআই-র তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে গত বছর অর্থাৎ ২০২৩ সালের ১৯ শে মে দু হাজার টাকার নোট প্রত্যাহার করা হয়েছিল।

সেই সময় বাজারে উপস্থিত ছিল মোট ৩.৫৬ লক্ষ কোটি টাকার মূল্যের ২০০০ টাকার নোট। তবে সেই সংখ্যাটা এই মুহূর্তে অনেকটাই কমে গিয়েছে। জানা যাচ্ছে ল ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বাজারে মাত্র ৭,৯৬১ কোটি টাকার ২০০০ টাকার নোট রয়েছে।

আরবিআই,RBI,রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,Reserve Bank Of India,২০০০ টাকার নোট,2000 Note,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তাই এখনও  যারা নোট ২০০০ টাকার নোট জমা কিংবা বদল করে উঠতে পারেননি তাঁরা অবিলম্বে সারা দেশজুড়ে আর বি আই-র যে ১৯টি অফিস রয়েছে সেখানে নোট ২০০০ টাকার নোট জমা করতে পারেন। কেউ চাইলে এই ২০০০ টাকার নোটের বদলে অন্য নোটও নিতে পারেন।

আরও পড়ুন: সরকারি কর্মীদের পোয়া বারো! DA যুক্ত বেতনের সাথেই মিলবে আরও ১১ হাজার টাকা

তাছাড়া কেউ কেউ আবার পোস্টের মাধ্যমেও আরবিআই-র যে কোনো অফিসে এই ২০০০ টাকার নোট পাঠাতে পারেন। এই নিয়ম অনুযায়ী ব্যাংকের কাছে ২০০০ টাকার নোট পৌঁছানোর সাথে সাথেই ওই ব্যক্তির অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা জমা হয়ে যাবে। প্রসঙ্গত ইতিপূর্বে ২০১৬ সালে আর বি আই ১০০০ টাকা এবং ৫০০ টাকার নোট বাতিল করে সারাদেশে শোরগোল ফেলে দিয়েছিল।

RBI

প্রসঙ্গত ২০২৩ সালের ৯ অক্টোবর থেকেই আর বি আই দেশবাসীর থেকে ২০০০ টাকার নোট সংগ্রহ করছে। ভারত জুড়ে যে জায়গা গুলিতে আর বি আই এর ১৯ টি অফিস রয়েছে সেগুলি হল আমেদাবাদ, ব্যাঙ্গালোর,বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নতুন দিল্লি, পাটনা এবং তিরুবনন্তপুরম।

পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী প্রত্যাহার করা ২০০০ টাকার নোট পরিবর্তন করা কিংবা জমা করার শেষ তারিখ ছিল ২০২৩ সালের  ৩০ সেপ্টেম্বর। যদিও পরে সেই সময়সীমা বাড়িয়ে ২০২৩ এর ১৭ই অক্টোবর পর্যন্ত করানো করা হয়েছিল।