নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে কমবেশি সকলেরই ব্যাংকে অ্যাকাউন্ট (Bank Account) থাকে। অনেকের আবার একাধিক ব্যাংকেও অ্যাকাউন্ট খোলা থাকে। সাধারণ মানুষ থেকে শুরু করে পড়াশোনার সাথে যুক্ত ছাত্রছাত্রীদেরও এখন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়। আসলে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা কিংবা ছাত্রছাত্রীদের জন্য দেওয়া বিভিন্ন স্কলারশিপের টাকাও এখন সরাসরি পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
কিন্তু এমন অনেকেই রয়েছেন যাঁদের একটি নয় একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। তাই এখন প্রশ্ন হল একজন ব্যক্তি একসঙ্গে কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন? সেক্ষেত্রে ভবিষ্যতে কোন অসুবিধা হবে না তো? কি বলছে আরবিআই এর নিয়ম (RBI Rules)? প্রসঙ্গত এখানে বলে রাখি প্রত্যেকটি ব্যাংকেই বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলা যেতে পারে। প্রথমেই জানা যাক একটি ব্যাংকে কত ধরনের অ্যাকাউন্ট থাকে।
ব্যাংকে মোট কত ধরনের অ্যাকাউন্ট থাকে?
ব্যাংকে একাধিক ধরনের অ্যাকাউন্ট খোলা যায়। তালিকায় রয়েছে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, মাইনর অ্যাকাউন্ট অথবা স্টুডেন্ট অ্যাকাউন্ট। তবে বেশিরভাগ গ্রাহকরাই সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকেন। এছাড়াও বড় বড় ব্যবসায়ীরা কারেন্ট অ্যাকাউন্ট এবং বাচ্চা বা ছাত্র-ছাত্রীদের থাকে স্টুডেন্ট অ্যাকাউন্ট বা মাইনর অ্যাকাউন্ট।
এখনকার দিনে কাজের প্রয়োজনেই অধিকাংশ মানুষের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। অনেকে আবার ব্যক্তিগত কারণেও একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন। কিন্তু তার জন্য কি পরে কোনো সমস্যা হতে পারে? উত্তর হল না।কারণ RBI-র নিয়ম বলছে যে কেউ যত খুশি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়ে আরবিআই কোনো নির্দিষ্ট সীমা বেঁধে দেয়নি।
আরও পড়ুন: সস্তার টিকিট কেটেই সফর করুন AC ফার্স্ট ক্লাস-এ! আটকাতে পারবেন না TTE-ও
একাধিক অ্যাকাউন্ট খোলা হলে কোনো সমস্যা হতে পারে?
যদি কেউ একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন তাহলে সেই নির্দিষ্ট ব্যাংকের নিয়ম অনুযায়ী ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে। সেই ব্যালেন্স না থাকলে পরবর্তীতে সেই অ্যাকাউন্টটিকে চালানোর জন্য জরিমানাও দিতে হবে। তাই একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে প্রতিটি অ্যাকাউন্ট চালু রাখাও কিন্তু বাধ্যতামূলক।
এছাড়াও প্রতিটি ব্যাংকের ডেবিট কার্ডের জন্যও প্রতিবছর মেনটেনেন্স চার্জ বাবদ টাকা কাটা হয়। তাই একাধিক ডেবিট কার্ড থাকলেও তার জন্য বছর বছর টাকা দিতে হবে।