নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে সেভিংস(Savings) এর দিকে মনোযোগ দিচ্ছেন সাধারণ মানুষ। লম্বা সময় সেভিংস করার জন্য অনেকেই বেছে নেন লাইফ ইন্সুরেন্স(Life Insurance)। অনেকে আবার টাকা রাখতে পছন্দ করেন পোস্ট অফিসে(Post Office)। ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রেও অনেকে ভরসা রাখেন ফিক্সড ডিপোজিটে(Fixed Deposit)। তবে এসব ছাড়াও বর্তমানে ছোট ছোট করে মিউচুয়াল ফান্ড(Mutual Fund) করছেন অনেকেই।
তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে সেভিংস-এর জন্য নয়া পদ্ধতি শুরু করেছে আরবিআই(RBI)। একটা সময় আর বি আই এর ট্রেজারি বিলে বড় ব্যাংক অথবা বড় আর্থিক প্রতিষ্ঠানগুলি বিনিয়োগ করতে পারত। কিন্তু বর্তমানে সেই যুগ পেরিয়েছে। এবার থেকে সাধারণ মানুষও নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবেন আরবিআই-এর ট্রেজারি বিলে। মিলবে, মোটা মুনাফা।
তবে বিনিয়োগ করার আগে জানতে হবে কি এই ট্রেজারি বিল। রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, আমরা যেমন প্রয়োজনীয় আর্থিক সাহায্যের জন্য ব্যাংক থেকে লোন নিতে ছুটে যাই, ঠিক তেমনি রাস্তা তৈরি করতে কিংবা সেতু তৈরি করতে আরবিআই-এর কাছে ছুটে যায় ভারত সরকার। আর সে সময়তেই ট্রেজারি বিল বা আরবিআই সরকারের ঋণ বন্ড নিলাম হয়। যেখানে অন্যান্য জায়গার থেকে সুদের হার অনেকটা বেশি।
আরও পড়ুন: Aadhaar Card: আধার কার্ড চালু রাখতে লাগবে এই ২ টি ডকুমেন্ট! আর এই ক’দিন মিলবে সুযোগ
এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখা উচিত, যদি আপনার বিনিয়োগ করার টাকা এক বছর পর আপনি রিটার্ন পান তাহলে সেটিকে বলা হয় ট্রেজারি বিল। তবে আপনি যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে আপনাকে টাকা রিটার্ন পাওয়ার জন্য লম্বা সময় অপেক্ষা করতে হবে। মূলত ট্রেজারি বিল হয়ে থাকে চার ধরনের, ১৪ দিনের জন্য ইনভেস্টমেন্ট, ৯১ দিন ১৮২ দিন এবং ৩৬৪ দিন। যত বেশি দিন আপনি বিনিয়োগ করবেন ততই বাড়বে সুদের হার। তবে সুদের ওপর লাগু হবে আয়কর।