RBI

Papiya Paul

RBI: খোলা যাবে না নতুন একাউন্ট! এই প্রাইভেট ব্যাঙ্কের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি RBI-র

নিউজশর্ট ডেস্ক: কোটাক মাহিন্দ্রা ব্যাংকের(Kotak Mahindra Bank)গ্রাহকদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া(RBI) কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে।

   

RBI স্পষ্টভাবে জানিয়েছে আপাতত অনলাইনে নতুন গ্রাহকদের সংযুক্ত করতে পারবে না কোটাক মাহিন্দ্রা ব্যাংক। এর পাশাপাশি আপাতত নতুন ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবেনা কোটাক মাহিন্দ্রা ব্যাংক।

আরবিআই নির্দেশ দিয়েছে যে এই ব্যাংক মোবাইল ব্যাংকিং অ্যাপ ও অনলাইনের মাধ্যমে গ্রাহক সংযুক্তি করা আপাতত বন্ধ রাখতে হবে। শীর্ষ ব্যাংকের তরফ থেকে আইটি পরীক্ষার পরেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ২০২২ থেকে ২০২৩ সালের আইটি যাচাইয়ের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Reliance Jio: চায়না মোবাইলকে ফের হারালো জিও! নতুন রেকর্ড গড়ে বিশ্বের সেরা মোবাইল অপারেটর আম্বানির সংস্থা

তবে আরবিআই জানিয়ে দিয়েছে যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক ক্রেডিট কার্ড সহ তার গ্রাহকদের সমস্ত পরিষেবা চালু রাখতে পারবে। RBI-এর তরফ থেকে যে নতুন নির্দেশ দেওয়া হয়েছে সেখানে শুধুমাত্র কোটাক মাহিন্দ্রা ব্যাংক নতুন ক্রেডিট কার্ড ইস্যু এবং অনলাইনে নতুন গ্রাহক সংযুক্তি করন থেকে আপাতত বিচ্ছিন্ন থাকবে। যারা এই ব্যাংকের বর্তমান গ্রাহক এবং ক্রেডিট কার্ডের গ্রাহক অন্যান্য ব্যাংকিং পরিষেবা নিয়ে থাকে তারা সেই সমস্ত কিছু করতে পারবে।