Repo Rate

Repo Rate: কমতে চলেছে সুদের হার! নতুন রেপো রেট ঘোষণা করতে পারে RBI

নিউজশর্ট ডেস্ক: চলতি মাসেই আরবিআই-এর মুদ্রানীতি কমিটি পর্যালোচনা সভায় রেপোরেট(Repo Rate) অপরিবর্তিত রেখেছিল। একটানা ৬ বার সুদের হারে কোন রকমের পরিবর্তন করেনি আরবিআই(RBI)।

তবে এবার মরগান স্ট্যানলির রিপোর্ট অনুসারে ভারত অর্থনীতি ম্যাক্রো ইন্ডিকেটর চাটবুক: স্ট্রেন্থ ইন গ্রোথ, মাইক্রো ফান্ডামেন্টালে বলা হয়েছে যে আরবিআই ২০২৪ সালের জুন মাস থেকে রেপো রেট কমানো শুরু করতে পারে।

সেই প্রতিবেদনে বলা হয়েছে যে খুচরা এবং পাইকারি মুদ্রাস্ফীতির পরিসংখ্যান দুটোই পরিচালনা যোগ্যস্তরে থাকবে বলে আশা করা হচ্ছে তবে এটিও RBI-কে রেপো রেট কমানোর দিকেই উৎসাহিত করবে। এছাড়াও এই প্রতিবেদনে আরও সতর্ক করে বলা হয়েছে যে শক্তিশালী ঋণ বৃদ্ধির ফলে এই হার কমাতে আরো বিলম্ব হতে পারে।

আরও পড়ুন:

এই মুদ্রাস্ফীতি ভারত এবং বিশ্বের অনেক দেশের জন্য বিরাট উদ্বেগের বিষয়। যদিও বিগত কয়েক বছরে ভারত তার মুদ্রাস্ফীতিকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছে। খুচরো মুদ্রাস্ফীতি ডিসেম্বরে ৫.৭ শতাংশ থেকে জানুয়ারিতে ৫.১ শতাংশে নেমে এসেছে। আর পাইকারি মুদ্রাস্ফীতি ও আগের মাসের ০.৭ শতাংশ থেকে ০.৩ শতাংশে নেমে এসেছে।

Papiya Paul

X