নিউজ শর্ট ডেস্ক: ডিজিটাল দুনিয়ায় আপনার করা একটা ভুলই বিরাট সর্বনাশ ডেকে আনতে পারে। এখনকার দিনে স্মার্ট ফোন ছাড়া এক মুহূর্তের জন্যও চলতে পারে না কেউ। আর অনলাইন থাকাকালীন এই স্মার্ট ফোন ব্যবহার করতে গিয়েই আপনার করা মাত্র একটা ভুলের (Faut) কারণেই বিরাট ক্ষতি (Big Loss) হয়ে যেতে পারে।
তাই এই বিষয়ে জনগণের উদ্দেশ্যে আগে থেকেই সতর্কতা জারি করেছে আরবিআই (RBI)। আসলে এখনকার এই ডিজিটাল দুনিয়ায় প্রতারণার (Scam) জন্য প্রতারকরা প্রতিনিয়ত নিত্যনতুন ফাঁদ পেতে চলেছে। যারমধ্যে অন্যতম একটি উপায় হল অজানা লিঙ্কের (Unknown Link) মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলা।
আসলে, স্ক্যামাররা এইভাবে ফিশিং লিঙ্কের মাধ্যমে অসংখ্য ব্যবহারকারীদের টার্গেট করে। এক্ষেত্রে যে যত তাড়াতাড়ি তাদের ফাঁদে পড়বে , স্ক্যামাররা তত তাড়াতাড়ি ব্যাঙ্কিং জালিয়াতি শুরু করে দেয়।
সম্প্রতি আরবিআই-এর তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে সতর্কতা জারি করে সাধারণ মানুষকে অজানা লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারকরা এসএমএস কিংবা ইমেলের মাধ্যমেই এই ধরণের লিঙ্ক পাঠিয়ে থাকেন। এই অজানা লিঙ্কে করেলেই, স্ক্যামাররা ব্যাঙ্কের সমস্ত জরুরি তথ্য চুরি করে নিয়ে টাকা পয়সা হাতিয়ে নিতে পারে।
আরও পড়ুন: এক রিচার্জেই কেল্লাফতে! এক্কেবারে সস্তায় রিচার্জ প্ল্যান আনলো Airtel, মাথায় হাত Jio-র
স্ক্যামাররা মানুষকে ফাঁদে ফেলে কীভাবে?
জানা যাচ্ছে অচেনা নাম্বার থেকে যে লিংক পাঠানো হয় তার মধ্যেই ফাঁদ পাতা থাকে স্ক্যামারদের। ওই লিংকে ক্লিক করার সাথে সাথেই স্ক্যামাররা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে পড়ে আর সমস্ত টাকা-ও চুরি করে নেয় নিমেষের মধ্যে। ইতিপূর্বে এমন বহু ঘটনা সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে সামান্য অসাবধানতা বশতই বহু মানুষ অনলাইনে প্রতারণার শিকার হয়েছে।
তবে এই ধরনের স্ক্যামাররা শুধু ফিশিং লিঙ্কের মাধ্যমেই নয়, ওটিপি, কাস্টমার কেয়ার, সেক্সটর্শন এবং অন্যান্য পদ্ধতির নামেও প্রতারণার জাল বিছিয়ে রেখেছে।।
Be alert, never click on unknown links! @RBIsays that by doing so, you may risk exposing your bank account to fraud. #RBIKehtaHai #DigitalPaymentSafePayment #HarPaymentDigital pic.twitter.com/jfyvLv31h8
— Digital India (@_DigitalIndia) April 3, 2024
কিভাবে রক্ষা পাবেন?
ভার্চুয়াল জগতে নিজেকে নিরাপদ রাখার সবচেয়ে সহজ উপায় হল সতর্ক থাকা। সেইসাথে নতুন ধরণের স্ক্যামারদের কর্মকান্ড সম্পর্কেও খোঁজখবর রাখতে হবে। তবে এক্ষেত্রে নিজেকে নিরাপদ রাখতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে।
প্রথমেই অজানা লিঙ্কে দেখলেই তা এড়িয়ে চলুন।
টাকা পয়সা সংক্রান্ত বা অন্য কোনো লোভনীয় বার্তা বা ইমেইলের ফাঁদে পা দেবেন না।
অজানা নম্বর থেকে আসা কলগুলিতে ধীরে সুস্থে প্রতিক্রিয়া জানান।
পুলিশের নাম করে কেউ হুমকি দিলে পাত্তা দেবেন না।
যদি কখনও মনে হয় আপনার সাথে কেউ প্রতারণা করার চেষ্টা করছে, তাহলে অবিলম্বে পুলিশকে জানান।