100 Rupees Note

Papiya Paul

100 Rupees Note: বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট! কি কি বদল হবে জানেন? যা জানালো RBI

নিউজশর্ট ডেস্ক: নোটবন্দির পর সারা দেশ জুড়ে চালু হয়েছিল নতুন ১০০ টাকার নোট(100 Rupees Note)। যা চকচকে হালকা বেগুনি রঙের এই নোট দেখতে সুন্দর হলেও অনেক অসুবিধার সৃষ্টি করছে সাধারণ মানুষদের। কারণ এই নোটগুলো অল্প কয়েকদিনের মধ্যেই ভেজা কাগজের মত কেমন যেন হয়ে যায়। অনেক সময় এই নোট মানিব্যাগ থেকে বার করতে গিয়ে ছিঁড়েও যেতে পারে।

   

তবে এবার আর সেই সমস্যা সৃষ্টি হবে না। আর ১০০ টাকার নোট নিয়ে দেশের মানুষকে যাতে কোন সমস্যায় পড়তে না হয় তাই জন্য বড় পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া(RBI)। আরবিআই সূত্রে জানা গিয়েছে, এই ১০০ টাকার নোটকে আরো বেশি মজবুত এবং টেকসই করার জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছে।

এর ফলে নতুন এই নোটগুলো আরো বেশি শক্ত হবে যাতে আরো অনেক দিন বেশি চলে। এর ফলে নোট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমবে। আসলে দীর্ঘদিন ধরে এই ১০০ টাকার নোট নিয়ে নানারকমের ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষেরা। আর এর ফলে পরোক্ষভাবেও অর্থনীতির ওপর একটা চাপ পড়ছে। ব্যাংকগুলোকেও মাঝে মধ্যেই গ্রাহকদের ক্ষোভের মুখেও পড়তে হয়।

আরও পড়ুন: RBI: শুধু Paytm নয়, এবার এই জনপ্রিয় আর্থিক সংস্থাকে ব্যান করলো RBI, মিলবে না অনেক সুবিধা!

তাই এবার এই ১০০ টাকার নোটকে আরো বেশি মজবুত এবং স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য অভিনব প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। এবার থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক করেছে ১০০ টাকার নোটের ওপর বার্নিশের কোটিং লাগাবে। এর ফলে থেকে ভিজে গেলেও এই নোটের কোন ক্ষতি হবে না। আর এই কোটিং লাগিয়ে দিলে টাকার চেহারার কোন পরিবর্তন হবে না। সাইজ এবং রং সবকিছু একই থাকবে।

গান্ধীজীর ছবি, অশোকস্তম্ভ, সই সমস্ত কিছু আগের মতই থাকবে। শুধু টাকাটিকে আরও বেশি মজবুত এবং টেকসই করার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হবে। এর পাশাপাশি এই ১০০ টাকার নতুন নোটে আরও একটি বিশেষ বৈশিষ্ট্য যোগ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক করেছে নতুন ১০০ টাকার দৃষ্টিহীনদের জন্য আরো কিছু নতুন সুবিধা যোগ করা হবে যাতে তারা হাত দিলে বুঝতে পারে ১০০ টাকা। নোটের মাঝখানে ১০০ লেখা সংখ্যাটা হয়তো আরো মোটা করা হতে পারে যাতে দৃষ্টিহীনরা হাত দিলেই সহজে তা উপলব্ধি করতে পারে।