Anant Ambani

anita

Anant Ambani: কয়েক হাজার কোটির মালিক, তবুও এই জটিল রোগে আক্রান্ত মুকেশ আম্বানির ছেলে অনন্ত?

নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় ধনুকুবের মুকেশ আম্বানীর (Mukesh Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানির (Anant Ambani) সাথে রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিংয়ের অনুষ্ঠান ঘিরে কার্যত চাঁদের হাট বসেছে গুজরাটের জামনগরে। আম্বানি পরিবারের এই বিয়েতে গোটা বলিউড ইন্ডাস্ট্রি তো বটেই হাজির একাধিক ক্রিকেট তারকা সহ রিহানা, বিল গেটস,  মার্ক জুকারবার্গ-এর মতো বিদেশী সেলিব্রেটিরাও।

   

আম্বানি পরিবারের এই মেগা ইভেন্টের মূল আকর্ষণ অনন্ত এবং রাধিকা। তাই তাঁদের নিয়ে কৌতূহলের সীমা নেই। কৌতূহলী মনে কেউ কেউ আবার জানতে চাইছেন কেন রোগা হয়ে গিয়েও আবার ওজন বাড়িয়েছেন অনন্ত আম্বানি?

আসলে খুব ছোট থেকেই অনন্ত আম্বানি সিভিয়ার হাঁপানির সমস্যায় ভুগতেন। যার জন্য তাঁকে হাই ডোজের স্টেরয়েড-ও নিতে হত। আর তারই পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অনন্তের শরীরে বাসা বাঁধে ওবেসিটি-র মতো অসুখ। এই কারণেই এখন হু হু করে বাড়ছে  তাঁর ওজন, চাইলেও আর আগের ওজনে ফিরতে পারছেন না অনন্ত।

মুকেশ আম্বানী,Mukesh Ambani,অনন্ত আম্বানি,Anant Ambani,ওজন বৃদ্ধি,Weight Gain,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এখানে বলে রাখি  কোনওরকম জটিল সার্জারি ছাড়াই সুষম ডায়েট এবং শরীর চর্চা করেই অনেক পরিশ্রমের পর মাত্র ১৮ মাসেই ১০৮ কেজি ওজন কমিয়েছিলেন অনন্ত। কিন্তু একাধিক শারীরিক জটিলতার কারণেই সেটা ধরে রাখতে পারেননি অনন্ত। আসলে অন্যান্য অ্যাজমা বা হাঁপানি রোগীদের  মতোই অনন্ত-ও  শ্বাসকষ্টের ওষুধের থেকে অনেক দ্রুত  আরাম পান স্টেরয়েড ব্যবহার করে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে আজই শুরু করুন এই ব্যবসা! মাসে আয় হবে হাজার হাজার টাকা

তাদের জন্য এই ওষুধ একপ্রকার ম্যাজিকের মত কাজ করে। তবে এরফলে অস্বাভাবিকভাবে ওজন বৃদ্ধি পেতে থাকে। আসলে এখন অনন্তের শরীরের এমনই অবস্থা যে যতটা স্টেরয়েড তাঁর শরীরে এখন প্রয়োজন তার ঘাটতি হলেই প্রেসারের সমস্যা হবে, খিদে কমে যাবে, চেহারা ভেঙে যাবে। সেইসাথে  দেখা যাবে নানা রোগের প্রকোপ।

মুকেশ আম্বানী,Mukesh Ambani,অনন্ত আম্বানি,Anant Ambani,ওজন বৃদ্ধি,Weight Gain,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানা যাচ্ছে যে বা যাঁরা ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, অটো ইমিউন রোগ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিংবা হেমোলাইটিক অ্যানিমিয়ার মতো অসুখে ভুগছেন বছরের পর বছর তাঁদের স্টেরয়েড নিয়ে যেতে হয়। সিভিয়ার অ্যাজমা থাকায় অনন্তর নাকি মাঝে মধ্যেই অ্যাজমা অ্যাটাক হয়। এই কারণে কড়া ডোজের স্টেরয়েড-ও নিতে হয় তাঁকে। অনেকসময় কড়া ডোজের স্টেরয়েড খাওয়ানো হয় তাঁকে। যার ফলে খিদে বেড়ে যাওয়ায় ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।